দীপাবলির মরশুমে চারিদিক আলোয় সেজে উঠেছিল। সকলে শ্যামা পুজোয় মেতে উঠেছিলেন। প্রতি বছরের মতো এবারও বেশ জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয়। সেই পুজোতেই হানা দেয় চোর! পুজো মণ্ডপে মায়ের গা থেকে গায়েব হয় যায় সোনার অলংকার। দেবীকে ভালবেসে নানা সময়ে সোনার গয়না উপহার দিয়েছেন অনেকে। প্রাপ্ত সেসব গয়না বছরে একদিন মাকে পরানো হয়। তবে এই বছর ঘটে যায় অঘটন।
advertisement
সেকথা জানাজানি হতেই সবাই ভিড় করেন। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চোখে জল নিয়ে পুরোহিত বলেছিলেন, আমার বয়স পঞ্চাশোর্দ্ধ। এতদিন পুজো করছি, কখনও এই রকম দুর্ঘটনা ঘটেনি। এই বছরই মায়ের গয়না চুরি গেল। অভিমানের সুরে তিনি বলেন, মা কিছু একটা করুক, নিজের গয়না নিজে খুঁজে আনুক। পুরোহিতের সেকথাই যেন মা শুনলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাত বারোটা নাগাদ পুলিশের তৎপরতায় ধরা পড়ল চোর। চুরি যাওয়া সমস্ত গয়নাও উদ্ধার হয়েছে। ধৃতকে এদিন ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। জানা যায়, ধৃত চোরের নাম সহদেব মণ্ডল। বাড়ি যদুপুরেই। গ্রামের মায়ের গয়না গ্রামের মানুষের কাছে আবেগসম। সেখানে গ্রামের বাসিন্দা হয়ে তিনি কীভাবে এই ন্যক্কারজনক ঘটনা ঘটালেন সেই ভেবে আরও ক্ষুব্ধ হচ্ছেন স্থানীয়রা।