TRENDING:

Dev gives reply to Hiran: 'এটাই তো রাজনীতি', ঘাটালে দাঁড়িয়েই 'বন্ধু' হিরণকে জবাব দিলেন দেব

Last Updated:

দেবের সঙ্গে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া এনামুল হকের যোগ নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন হিরণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুকান্ত চক্রবর্তী, ঘাটাল: ঘাটালে না গিয়ে তিনি মলদ্বীপে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন৷ ঘাটালে কালীপুজোর অনুষ্ঠানে গিয়ে স্থানীয় সাংসদ দেবের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক এবং অভিনেতা হিরণ৷ বিজেপি বিধায়কের এই আক্রমণের পর পরই ঘাটালে গিয়ে মুখ খুললেন দেব৷ যদিও টলিপাড়ায় নিজের সতীর্থ এবং বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেননি ঘাটালের সাংসদ৷ তবে হিরণের তোলা যাবতীয় অভিযোগের জবাব দিয়েছেন দেব৷
হিরণকে জবাব দিলেন দেব৷
হিরণকে জবাব দিলেন দেব৷
advertisement

খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ অভিযোগ করেছিলেন ঘাটালে না এসে মলদ্বীপে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেব৷ ঘাটালের সাংসদকে তোপ দেগে বিজেপি বিধায়ক বলেন, 'ঘাটালের মানুষ বন্যার জলে সুইমিং করবে, ঘাটালকে মাটির তলায় ডুবিয়ে রাখা হবে, উনি শুধু মাত্র শুটিং করবেন, আর নায়িকাদের নিয়ে বিদেশে ঘুরে বেড়াবেন৷'

আরও পড়ুন: শুভেন্দুকে কোণঠাসা করতে কুণালে ভরসা, অধিকারী গড়ে বড় দায়িত্ব দিল তৃণমূল

advertisement

শুধু তাই নয়, দেবের সঙ্গে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া এনামুল হকের যোগ নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন হিরণ৷

হিরণের এই আক্রমণের পরই এ দিন ঘাটালে যান দেব৷ হিরণের কটাক্ষে চাপে পড়েই দেব ঘাটাল গেছেন, এমন পোস্টারও এ দিন দেখা যায় এলাকায়৷ ঘাটালে পৌঁছে মহকুমা শাসকের দফতরে বৈঠকও করেন তিনি৷

দেবের অবশ্য দাবি, অনেক দিন আগে থেকেই এই বৈঠক ঠিক করা ছিল৷ শ্যুটিংয়ে ব্যস্ত থাকার কারণেই তিনি এতদিন ঘাটাল আসতে পারেননি৷

advertisement

আরও পড়ুন: পূর্ব মেদিনীপুর থেকেই পঞ্চায়েত যুদ্ধের শুরু! শুভেন্দুর গড় কাঁথিতে ডিসেম্বরে সভা অভিষেকের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন, 'হিরণ আমার খুব ভাল বন্ধু৷ কেন এরকম বলল জানি না৷ আর আমি মলদ্বীপে নয়, গ্রিসে ছিলাম৷ তবে হিরণকে আমি দোষ দিই না৷ কোথাও গিয়ে সেখানকার বিধায়ক, সাংসদকে বিরোধী দলের নেতা হিসেবে আক্রমণ করতেই হবে৷ এটাই তো রাজনীতি৷ গত ৯ বছরে আমি কাউকে ছোট করিনি, হিরণকেও কিছু বলতে পারব না৷ আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না৷'

advertisement

হিরণকে নিজের ভাল বন্ধু হিসেবেও দাবি করেছেন দেব৷ ঘাটালের সাংসদ বরং হিরণের প্রশংসা করে বলেন, 'হিরণ যেদিন ভোটে জিতল ওকে মেসেজ করে অভিনন্দন জানিয়েছিলাম৷ ও খুব ভাল কাজ করছে৷ হিরণকে নিয়ে আমার গর্ব হয়৷ ওকে আমার কিছু বলার নেই৷'

তিনি ঘাটালের পাশে থাকেন না, এই অভিযোগ উড়িয়ে দেব বলেন, 'আমিই মনে হয় প্রথম যে ঘাটালের সাংসদ হিসেবে সংসদে দাঁড়িয়ে বাংলায় বক্তব্য রেখেছিলাম৷ ইতিমধ্যেই সেই প্রকল্প ছাড়পত্র পেয়েছে, যদিও এখনও টাকা আসেনি৷ বন্যার সময়, কোভিডের সময় আমি ঘাটালের পাশে ছিলাম কি না, এখানকার মানুষই সবথেকে ভাল জানে৷ নিডের পকেটের টাকা দিয়ে এখানে অনেকের বাড়িও করে দিয়েছি৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হিরণের অভিযোগ ছিল, গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের থেকে টাকা নিয়ে সিনেমা বানিয়েছেন দেব{ এ দিনও দেব পাল্টা দাবি করেছেন, তিনি এনুামুল হককে চেনেন না৷ দেবের পাল্টা প্রশ্ন, 'যেটা হিরণ পারে, অন্যরা পারে, আমি পারি না৷ আমার কাছে রাজনীতি মানে মানুষকে ভাল রাখা৷ হাজার হাজার লোক সামনে থাকলে, হাতে মাইক থাকলে, আবেগের বশে অনেক কিছু বলা যায়৷ কিন্তু হিরণকেও বুঝতে হবে যে সিবিআই-এর মতো ভারতবর্ষের সবথেকে বড় এজেন্সি যখন ৯ মাসের মধ্যে আমাকে দ্বিতীয়বার ডাকেনি, তখন সেরকম কিছু পায়নি৷ সিবিআই আূবার ডাকলে আবারও যাবো৷ '

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dev gives reply to Hiran: 'এটাই তো রাজনীতি', ঘাটালে দাঁড়িয়েই 'বন্ধু' হিরণকে জবাব দিলেন দেব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল