পূর্ব মেদিনীপুর থেকেই পঞ্চায়েত যুদ্ধের শুরু! শুভেন্দুর গড় কাঁথিতে ডিসেম্বরে সভা অভিষেকের

Last Updated:

তৃণমূলের লক্ষ্য এখন নিজের গড়েই শুভেন্দু অধিকারীকে কোনঠাসা করা৷ সেই লক্ষ্যেই এ বার দলীয় নেতা কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল৷

#কলকাতা: মঙ্গলবারই পূর্ব মেদিনীপুরের তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন কুণাল ঘোষ৷ আর সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কথা ঘোষিত হল৷ তৃণমূল সূত্রে খবর পাওয়া গিয়েছে, ডিসেম্বরেই শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করবেন অভিষেক৷ এর আগে হলদিয়ায় সভা করেছেন অভিষেক৷ ভোটের আগে কাঁথিতে সভা করেছিলেন৷ এ বার, পঞ্চায়েত নির্বাচনের তার বেঁধে দিতে সভা করতে চলেছেন অভিষেক৷ কাঁথি শুভেন্দুর নিজের এলাকা, একে অধিকারী গড়ও বলা হয়৷ যদিও ‘অধিকারী গড়’ শব্দবন্ধ মানতে চায় না তৃণমূল৷
তৃণমূলের লক্ষ্য এখন নিজের গড়েই শুভেন্দু অধিকারীকে কোনঠাসা করা৷ সেই লক্ষ্যেই এ বার দলীয় নেতা কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল৷ মঙ্গলবার ঘোষণা করা হয়েছে, পঞ্চায়েত ও হলদিয়া পুরসভার নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলায় দলের সাংগঠনিক দায়িত্ব সামলাবেন কুণাল ঘোষ৷ মঙ্গলবার থেকে তাঁকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
advertisement
অর্থাৎ, দেখা যাচ্ছে, আক্রমণের ঝাঁজ বাড়াতে এ বার সবদিক থেকে পূর্ব মেদিনীপুরকে ঘিরে ধরতে চাইছে ঘাসফুল শিবির৷ এক দিকে সংগঠনে কুণালের মতো পোড় খাওয়া রাজনীতিক ও অন্য দিকে অভিষেকের সরাসরি চ্যালেঞ্জ৷ কাঁথির মতো এলাকায় অভিষেকের সভা তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ তবে এখনও বিস্তারিত ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, তা স্পষ্ট নয়, তবে শোনা যাচ্ছে কাঁথিতে তিনি সভা করবেন৷
advertisement
সামনেই পঞ্চায়েত ভোট৷ বাংলার গ্রামের মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে রাজ্যজুড়ে ‘চলো, গ্রামে যাই’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল৷ গোটা রাজ্যজুড়েই একাধিক কর্মসূচি রয়েছে৷ কিন্তু ভোটের প্রচারের শুরুটা পূর্ব মেদিনীপুরে করার মাধ্যমে একটা বার্তা দিতে চাইছে তৃণমূল৷ একেবারে শুভেন্দু অধিকারীর গড়েই অভিষেকের সভা আসলে সেই সমানে সমানে লড়াইয়েরই বার্তা৷
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পূর্ব মেদিনীপুর থেকেই পঞ্চায়েত যুদ্ধের শুরু! শুভেন্দুর গড় কাঁথিতে ডিসেম্বরে সভা অভিষেকের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement