TRENDING:

Bankura News : ডেনমার্ক থেকে বাঁকুড়ায় এলেন পর্যটক! প্রধান আকর্ষণ "খেরওয়াল তুকৌ"

Last Updated:

আদিবাসি সংস্কৃতির নিদর্শন দেখতে ডেনমার্ক এর কোপেনহেগেন শহর থেকে বাঁকুড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: মেলার নাম খেরওয়াল তুকৌ। “খেরওয়াল তুকৌ” হল একটি আদিবাসী শব্দ। “খেরওয়াল” শব্দের অর্থ মানুষ এবং “তুকৌ” মানে মিলনমেলা। মানুষের মিলনমেলার এই উৎসব পালন করা হয় বর্ষবরণের সময়। আদিবাসী এই মহোৎসবে জমা হন হাজার হাজার মানুষ। রঙিন এই মিলন মেলায় গোটা রাজ্য থেকে বিভিন্ন আদিবাসী লোক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেমন, পুরুলিয়ার কাশীপুরের আদিবাসী নৃত্য, মালদার গম্ভীরা। শময়িতা মঠের পরিচালনায় ২৮ তম খেরওয়াল তুকৌ পালিত হল বাঁকুড়ায়।
advertisement

মেলা, আদিবাসী শিল্প থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে সকলের জন্যে মধ্যাহ্ন প্রসাদের ব্যবস্থা খেরওয়াল তুকৌতে। থাকছে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে, শিউলিবোনা গ্রামের উপকণ্ঠে আনুমানিক ২৪-২৫ হাজার মানুষ, এমনটাই জানালেন শময়িতা মঠের সম্পাদিকা ঋষি ঋদ্ধা অনাহতা।

আরও পড়ুনTasty Chicken Dish: কোন পাতায় পুড়িয়ে তৈরি হচ্ছে চিকেনের স্বাদ অসাধারণ? জানেন কী খাবার এটি?

advertisement

বাঁকুড়ার আদিবাসী সংস্কৃতির নিদর্শন দেখতে ডেনমার্কের কোপেনহেগেন শহর থেকে এসেছেন একাধিক পর্যটকরা। তারাও উপভোগ করে দেখলেন খেরওয়াল তুকৌ। কথা বলে জানা গিয়েছে, ডিসেম্বর মাসে বাঁকুড়ায় এসেছেন তাঁরা, মাস দুই আড়াই শময়িতা মঠে থাকবেন এবং শময়িতা মঠের স্বেচ্ছাসেবী কাজ কর্ম তারা দেখবেন।

View More

জেলার মানুষ যখন নতুন ইংরাজি বছর নিয়ে মাতোয়ারা তখন পাহাড়ে নিচে পড়ন্ত বিকেলে এই ছোট্ট মেলার আলাদাই স্বাদ। গ্রামের আদিবাসী মানুষজন গোটা বছর অপেক্ষা করে থাকেন, আবারও অপেক্ষা শুরু এক বছরের খেরওয়াল তুকৌর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News : ডেনমার্ক থেকে বাঁকুড়ায় এলেন পর্যটক! প্রধান আকর্ষণ "খেরওয়াল তুকৌ"
Open in App
হোম
খবর
ফটো
লোকাল