জ্বর নিয়ে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন। পরে রবিবার হরিহরপাড়া থেকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবশেষে চিকিৎসা চলাকালীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সূত্র জানা যায়, জ্বর হওয়ায় খুব খারাপ অবস্থা ছিল রাজকুমার সেখের। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সমস্ত রকম চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।
advertisement
আরও পড়ুন:পর্যটকদের মনোরঞ্জনে এল নতুন অতিথি! এই পার্ক আলো করে রেখেছে ছোট্ট রানি
তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। অন্যদিকে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলাতে এখন বর্তমানে ৯ হাজারের বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রয়েছে। তবে জ্বর হলেই আগে চিকিৎসকেরা কাছে ছুটে যান এবং রক্ত পরীক্ষা করতে হবে। বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। পাশাপাশি, বাড়িতে নোংরা জল জমতে দেবেন না। মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
কৌশিক অধিকারী