ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। যদিও সুন্দরবন পুলিশ জেলায় সেই অর্থে এখনও প্রভাব পড়েনি। কিন্তু ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলা ও ক্যানিং-এর দিকে ডেঙ্গি আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই পরিস্থিতিতে আমজনতাকে সচেতন করার মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। বিশেষ করে জমা জল নিয়ে প্রতিটি গৃহস্থকে সচেতন করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: বেহাল রাস্তায় যখন-তখন দুর্ঘটনার আশঙ্কা, হুঁশ নেই প্রশাসনের
মশার লার্ভা নষ্টের উপায় জানানো হচ্ছে ক্রমাগত। জেলা জুড়ে ডেঙ্গির প্রকোপ সামাল দিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মীদের সতর্ক করা হয়েছে। পুরসভা ও পঞ্চায়েত, স্কুলশিক্ষক থেকে পড়ুয়া সব স্তরের কর্মীকেই ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার প্রচারে শামিল করা হচ্ছে। প্রচারের সঙ্গে সঙ্গেই মশার লার্ভা রোধে পেস্টিসাইড প্রয়োগ করা হচ্ছে। এর ফলে ডেঙ্গির লার্ভাকে সমূলে বিনষ্ট করা যাবে বলে মনে করছেন অনেকেই।
নবাব মল্লিক