Bad Road: বেহাল রাস্তায় যখন-তখন দুর্ঘটনার আশঙ্কা, হুঁশ নেই প্রশাসনের
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Bad Road: দু'দিনের অতি বৃষ্টির ফলে রাস্তার অবস্থা পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। তবে আগে থেকেই এই রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ ছিল
নদিয়া: রাস্তার অবস্থা বেহাল বললেও বোধহয় কম বলা হবে। অথচ হুঁশ নেই প্রশাসনের। এমনই অবস্থা চাকদহ স্টেশন থেকে চৌরাস্তা যাওয়ার রাস্তার। ফলে অল্প বৃষ্টিতেই জমছে জল। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কার্যত নাভিশ্বাস উঠছে এলাকাবাসীদের।
দু’দিনের অতি বৃষ্টির ফলে রাস্তার অবস্থা পুরোপুরি বেহাল হয়ে পড়েছে। তবে আগে থেকেই এই রাস্তার অবস্থা যথেষ্ট খারাপ ছিল। এলাকাবাসীদের অভিযোগ, সারা বছর বর্ষার সময় এই রাস্তা পুকুরে পরিণত হয়। অসুস্থ রোগী, কিংবা সাধারণ মানুষ কোনওভাবেই ঠিকঠাক যাতায়াত করতে পারেন না। রাস্তাতেও রয়েছে বড় বড় গর্ত। বৃষ্টিতে জল জমে সেই গর্ত বোঝা যায় না। তাতেই একের পর এক দুর্ঘটনার শিকার হতে হয় প্রত্যেককে। তবে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু হয়নি রাস্তা মেরামতি। স্থানীয় পঞ্চায়েত মাঝে মাঝে কিছু কাজ করলেও স্থায়ীভাবে কিছু সমাধান হয় না।
advertisement
advertisement
কোটা পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসীরা। তাঁদের বক্তব্য, চোখে কাপড় বেঁধে চলছেন আধিকারিকরা। মানুষের অসুবিধে বোঝার সময় নেই তাঁদের। এই পরিস্থিতিতে দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন তাঁরা।
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 09, 2024 9:44 AM IST









