Agriculture Business: কৃষিভিত্তিক ব্যবসায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে চলছে প্রশিক্ষণ শিবির
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Agriculture Business: সুন্দরবনের মানুষ মূলত কৃষিকাজের উপরে নির্ভরশীল। আর তাই সুন্দরবনের গ্রামীণ যুবক-যুবতীদের কৃষি নির্ভর ব্যবসায় আকৃষ্ট করে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছে ৩০ দিনের এই প্রশিক্ষণ শিবির
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের গ্রামীণ এলাকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ। তাঁদের কৃষি নির্ভর ব্যবসায় দক্ষ করে তুলতে শুরু হলো প্রশিক্ষণ শিবির। একমাসের এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে নিমপীঠে।
সুন্দরবনের মানুষ মূলত কৃষিকাজের উপরে নির্ভরশীল। আর তাই সুন্দরবনের গ্রামীণ যুবক-যুবতীদের কৃষি নির্ভর ব্যবসায় আকৃষ্ট করে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রে শুরু হয়েছে ৩০ দিনের এই প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল, ভারত সরকারের ‘ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের’ এআরওয়াইএ প্রকল্পের মাধ্যমে উদ্যোগী যুবক-যুবতীদের দিয়ে কৃষিভিত্তিক ব্যবসা শুরু করানো ও তাঁদের উপার্জনের সুযোগ করে দেওয়া।
advertisement
advertisement
এই প্রশিক্ষণ শিবিরে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিভিন্ন ব্লক থেকে ৩০ জন উৎসাহী যুবক-যুবতী অংশগ্রহণ করেছেন। কৃষি নির্ভর উদ্যোগ যেমন- হটিকালচার নার্সারি, মাশরুম চাষ, মাছের হ্যাচারি ও মুরগির হ্যাচারি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ শিবিরটি ২৯ জুলাই থেকে শুরু হয়েছে। প্রথম ১৫ দিন কৃষি বিজ্ঞান কেন্দ্রে হাতে-কলমে শেখানো হচ্ছে সমস্ত বিষয়। আর শেষের ১৫ দিন তাঁদেরকে নিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে সফল কৃষি উদ্যোগীদের ফার্মে থেকে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞ করে তোলা হবে। এই প্রশিক্ষন শিবিরের প্রশিক্ষক কৃষি বিশেষজ্ঞ অরিত্র সরকার বলেন, গ্রামীণ যুবক-যুবতীদের কৃষি নির্ভর ব্যবসায়িক উদ্যোগ বাড়ানোর লক্ষে এই প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণরত যুবক-যুবতীরা কর্মসংস্থানের লক্ষে এগোতে পারবেন। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-১ ও ২, কুলতলি, মথুরাপুর-১ ও ২, কুলপি, নামখানা, কাকদ্বীপ, মন্দিরবাজার, কাকদ্বীপ, সাগর সহ মোট ১৫ টি ব্লক থেকে ৩০ জন প্রশিক্ষণ শিবিরে অংশ গ্রহণ করেছেন।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 11:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture Business: কৃষিভিত্তিক ব্যবসায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে চলছে প্রশিক্ষণ শিবির