Modern CCTV: উত্তাল বাংলাদেশ, সীমান্তে নজরদারি চালাতে অত্যাধুনিক সিসিটিভি
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Modern CCTV: বাংলাদেশের উত্তাল পরিস্থিতির আঁচ যাতে এপারে এসে না পড়ে তার জন্য সীমান্তে সর্বক্ষণ কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কড়া প্রহরীর ন্যয় সতর্ক আছে
উত্তর ২৪ পরগনা: কড়া নজরদারি চালাতে সীমান্তে বাড়ানো হল অত্যাধুনিক মানের সিসিটিভি ক্যামেরা। বৃহস্পতিবার রাতে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ। আর এই অন্তর্বর্তী সরকার গঠনের আগে ভারতীয় সীমান্তে কড়া নজরদারি চালাতে বিএসএফের পক্ষ থেকে ঘোজাডাঙা সীমান্তে লাগান হল অত্যাধুনিক মনের সিসিটিভি ক্যামেরা।
বাংলাদেশের উত্তাল পরিস্থিতির আঁচ যাতে এপারে এসে না পড়ে তার জন্য সীমান্তে সর্বক্ষণ কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কড়া প্রহরীর ন্যয় সতর্ক আছে। বাংলাদেশের ঘটনার কোনরকম আঁচ ও অনুপ্রবেশের প্রভাব যাতে এপারে না পৌঁছয় তার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। ঘোজাডাঙা চেকপোস্টের কাছে ছয়টি অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা লাগান হয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে যে সমস্ত মানুষ যাতায়াত করছেন তাদের উপর কড়া নজরদারি চালানো হবে এই ক্যামেরার সাহায্যে।
advertisement
advertisement
রাতের অন্ধকারে যা চকচকে সেই সবকিছুরই ছবি দেখা যাবে এই ক্যামেরার সাহায্যে। নাইট ভিশন এই ক্যামেরার সাহায্যে খুব সহজেই রাতের অন্ধকারে যাতায়াতকারীদের উপর নজরদারি চালানো যাবে। ঘোজাডাঙা চেকপোস্টে চলছে কড়া নজরদারি ও চেকিং।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2024 10:34 PM IST