আরও পড়ুনঃ হাতে-পায়ে চুলকানি, ঘা, জ্বর! জমা জলই রোগের আঁতুড়ঘর, হাবরায় সাংঘাতিক পরিস্থিতি
উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার বেড়াচাঁপা ১নং পঞ্চায়েতের পশ্চিম চ্যাংদানা গ্ৰামে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬ জন। ইতিমধ্যে দেগঙ্গায় এক শিশুর অজানা জ্বরে মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দেগঙ্গায় ২০১৭-১৮ সালে অজানা জ্বরে ও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের। সেই মৃত্যু মিছিলের কথা ভাবলেই রাতের ঘুম উড়ে যায় এলাকার লোকজনের। এবার এলাকায় ডেঙ্গি বাড়বাড়ন্ত দেখা দিতেই তৎপর হল ব্লক প্রশাসন।
advertisement
আরও পড়ুনঃ স্বামীকে ‘ভাই’ সাজিয়ে ভোটার তালিকায় নাম! ৭ বছর ধরে অবৈধবাস! বাংলাদেশি দম্পতির পরিণতি যা হল
বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক,পতঙ্গ রোগ বিশেষজ্ঞ, জন প্রতিনিধি এবং ভি আর পি, ভি এস টি দলকে নিয়ে স্পেশাল ড্রাইভ হল ডেঙ্গি আক্রান্ত পশ্চিম চ্যাংদানা গ্ৰামে। ডেঙ্গি বাহক এডিস মশার বাড়বাড়ন্ত ঠেকাতে প্রতিটি বাড়িতে গিয়ে জমা জল ফেলে দেওয়া থেকে শুরু করে এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গি মশার বাহক খুঁজে তা নির্মূল করতে উদ্যোগি হতে দেখা গেল ব্লক প্রশাসনকে।