TRENDING:

দেগঙ্গায় ফের ডেঙ্গি আতঙ্ক! অজানা জ্বর প্রাণ কাড়ল শিশুর, রোগ প্রতিরোধে ব্লক প্রশাসনের উদ্যোগে স্পেশাল ড্রাইভ

Last Updated:

Dengue: উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার বেড়াচাঁপা ১নং পঞ্চায়েতের পশ্চিম চ্যাংদানা গ্ৰামে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬ জন। ইতিমধ্যেই অজানা জ্বরে মৃত্যু হয়েছে এক শিশু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: দেগঙ্গায় ফের ডেঙ্গি আতঙ্ক। একই পাড়ায় আক্রান্তের সংখ্যা ৬ জন। অজানা জ্বরে মৃত্যু এলাকার এক শিশুর। ২০১৭-১৮ সালে ডেঙ্গি এবং অজানা জ্বরে মৃত্যু মিছিল দেখেছিল এলাকাবাসী। তাই আবার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা মাথাচাড়া দিতেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ডেঙ্গি প্রতিরোধে ব্লক প্রশাসনের উদ্যোগে স্পেশাল ড্রাইভ।
ডেঙ্গি মশা (প্রতীকী ছবি)
ডেঙ্গি মশা (প্রতীকী ছবি)
advertisement

আরও পড়ুনঃ হাতে-পায়ে চুলকানি, ঘা, জ্বর! জমা জলই রোগের আঁতুড়ঘর, হাবরায় সাংঘাতিক পরিস্থিতি

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার বেড়াচাঁপা ১নং পঞ্চায়েতের পশ্চিম চ্যাংদানা গ্ৰামে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬ জন। ইতিমধ্যে দেগঙ্গায় এক শিশুর অজানা জ্বরে মৃত্যুর ঘটনা ঘটেছে। এরপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দেগঙ্গায় ২০১৭-১৮ সালে অজানা জ্বরে ও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের। সেই মৃত্যু মিছিলের কথা ভাবলেই রাতের ঘুম উড়ে যায় এলাকার লোকজনের। এবার এলাকায় ডেঙ্গি বাড়বাড়ন্ত দেখা দিতেই তৎপর হল ব্লক প্রশাসন।

advertisement

আরও পড়ুনঃ স্বামীকে ‘ভাই’ সাজিয়ে ভোটার তালিকায় নাম! ৭ বছর ধরে অবৈধবাস! বাংলাদেশি দম্পতির পরিণতি যা হল

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক,পতঙ্গ রোগ বিশেষজ্ঞ, জন প্রতিনিধি এবং ভি আর পি, ভি এস টি দলকে নিয়ে স্পেশাল ড্রাইভ হল ডেঙ্গি আক্রান্ত পশ্চিম চ্যাংদানা গ্ৰামে। ডেঙ্গি বাহক এডিস মশার বাড়বাড়ন্ত ঠেকাতে প্রতিটি বাড়িতে গিয়ে জমা জল ফেলে দেওয়া থেকে শুরু করে এলাকার মানুষকে সচেতন করার পাশাপাশি ডেঙ্গি মশার বাহক খুঁজে তা নির্মূল করতে উদ্যোগি হতে দেখা গেল ব্লক প্রশাসনকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দেগঙ্গায় ফের ডেঙ্গি আতঙ্ক! অজানা জ্বর প্রাণ কাড়ল শিশুর, রোগ প্রতিরোধে ব্লক প্রশাসনের উদ্যোগে স্পেশাল ড্রাইভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল