স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির পক্ষ থেকেও নিজ নিজ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তারপরেও এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও আরামবাগ মহকুমায় এই রোগের প্রাদুর্ভাব এখনও তেমনভাবে উল্লেখযোগ্য নয়।
আরও পড়ুন: মমতার নির্দেশ, বদলে গেল তৃণমূলের কর্মসূচি! রবিবার গোটা বাংলায় পথে ঘাসফুল
advertisement
তবুও এই রোগ প্রতিরোধে কি করণীয়, আর আক্রান্ত হলেই বা কি করতে হবে সে ব্যাপারে খোঁজখবর লোকাল এইটিন বাংলার নিয়েছিলেন আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক কুমার নন্দী।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সচিব হলেন জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক
এই বিষয়ে বিশিষ্ট চিকিৎসক ডাঃ অশোক কুমার নন্দী জানান, “প্রতি বছরই ডেঙ্গি শুধু নয়, মশা বাহতি রোগ গুলো বাড়ে। তার কারণ বর্ষার জল বেশিরভাগ জায়গাতেই জমে এবং সেখানে মশাদের উপদ্রব বাড়ে। প্রথমেই সকলকে দেখতে হবে বাড়ির পাশে চারদিকে জমার জল কোথাও থাকলে তা দ্রুত পরিষ্কার করতে হবে। দ্বিতীয়ত বাড়িতে রাত্রিতে মশারি খাটানো খুবই প্রয়োজন এবং খেয়াল রাখতে হবে মশা যাতে কামড়াতে না পারে। পাশাপাশি বহু পদক্ষেপের কথা তিনি তুলে ধরেন। যদি কেউ ডেঙ্গি আক্রান্ত হয় জ্বর হয় তাহলে সবার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।”