TRENDING:

Murshidabad News: ঘরের সামনে ভাঙন! ঘর ছাড়া একাধিক পরিবার

Last Updated:

ভাঙন যা মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত নাম। মুর্শিদাবাদ মানেই যেমন পর্যটন ক্ষেত্র ঠিক তেমনই মুর্শিদাবাদ মানেই নদীর ধারের ভাঙন। বর্তমানে প্রবল বৃষ্টির কারণে ভাঙনের আতঙ্কে ঘরছাড়া লালগোলার তারানগরের বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লালগোলা: ভাঙন যা মুর্শিদাবাদ জেলার এক জ্বলন্ত নাম। মুর্শিদাবাদ মানেই যেমন পর্যটন ক্ষেত্র ঠিক তেমনই মুর্শিদাবাদ মানেই নদীর ধারের ভাঙন। বর্তমানে প্রবল বৃষ্টির কারণে ভাঙনের আতঙ্কে ঘরছাড়া লালগোলার তারানগরের বাসিন্দারা। ঘর থেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন নদীর তীরের বাসিন্দারা।
advertisement

আরও পড়ুনঃ দই মাছ খেতে পচ্ছন্দ করেন? টক দই আর মাছ কি একসঙ্গে খাওয়া উচিত? আসল সত‍্যিটা জানলেন আঁতকে উঠবেন

বুধবার বিকেলের পর দুর্যোগের মেঘ কাটলেও পরিবর্তন হয়নি মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতির। এবার পদ্মার জল আরও বাড়তে পারে বলেই গ্রামবাসীদের সর্তক করেছে আগেই প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদের গঙ্গা ও পদ্মায় চরম সতর্কতা জারি করা হয়েছে। জলস্তর বৃদ্ধির কারণে মুর্শিদাবাদের বেশ কয়েকটি ব্লককে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। সেই তালিকায় রয়েছে লালগোলাও।

advertisement

তবে, লালগোলার তারানগরে পদ্মার জলস্তর আগের তুলনায় সামান্য বেড়েছে বলেই দাবী গ্রামবাসীদের। যার কারণে আতঙ্কে রয়েছেন কাশেম সেখ, মিয়াদা বিবিরা। মাস খানেক ধরে লালগোলায় ফুঁসছে পদ্মা। পদ্মা পারের বহু বাসিন্দাই ভাঙনের ভয়ে ভিটে মাটি ছেড়েছেন। জলস্তর বৃদ্ধি হলে কী হবে তা নিয়ে ঘুম উড়েছে লালগোলার পদ্মাপারের বাসিন্দাদের।

View More

advertisement

অসহায় অবস্থায় একপ্রকার খুব্ধ কাশেম সেখ। তিনি বলেন, ত্রিপল নেই, কোন ত্রাণ জোটেনি, ঘর নেই। কোথায় যাবেন, কী করবেন? চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারানগরে ভাঙন নিয়ন্ত্রণের জন্য সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ করা হয় সরকারি ভাবে। কিন্তু সেই কাজ এখনও শুরু হয়নি। ফলে গ্রামের রাস্তা যেকোনও মুহূর্তে তলিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা প্রকাশ করছেন। আর ভাঙনের আতঙ্কেই ঘর ছেড়ে অন্যত্র থাকতে হচ্ছে। বিধায়ক মহম্মদ আলি জানালেন যে কাজের টাকা বরাদ্দ করা হয়েছে তাতে কাজ শীঘ্রই চালু করা হবে। ভাঙন রোধে সরকার অনেক সচেষ্ট। জলস্তর বৃদ্ধি হচ্ছে, আমরা নজরদারি রাখছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

তন্ময় মন্ডল

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ঘরের সামনে ভাঙন! ঘর ছাড়া একাধিক পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল