বাংলা-ওড়িশা সীমান্ত এলাকার দাঁতন থানার বেলুমলা এলাকায় ছিল এই ফেয়ার ওয়েদার সেতু। পশ্চিম মেদিনীপুরের এই সেতু দিয়ে খুব সহজে খুব কম সময়ে পৌঁছান যেত ওড়িশা রাজ্যে। কিংবা ব্যবসায়িক কারণে বা অন্যান্য কিছুর জন্য ওড়িশা থেকে বাংলায় প্রবেশ করতেন প্রতিবেশীরাজ্যের মানুষ। একদিকে যেমন সময় কম লাগত তেমনই ঘুরপথে যাতায়াত করতে হত না সকলকে। তবে সম্প্রতি প্রবল বৃষ্টি এবং গালুডি ব্যারেজ থেকে প্রায় ২ লক্ষ ৭০ হাজার কিউসেক জল ছাড়ার কারণে ভেসে গিয়েছে ফেয়ার ওয়েদার সেতুটি। এখন দুকূল ছাপিয়ে গিয়েছে নদীটি। ভরা সুবর্ণরেখা ক্রমে ভয়ে ধরছে সকলকে।
advertisement
আরও পড়ুন: ৬ মাসের অপেক্ষার অবসান, তাবড় এই বিজ্ঞানীকে স্থায়ী ডিরেক্টর পেল আইআইটি খড়গপুর! জানুন পুরো পরিচয়
দাঁতন থানার বেলমুলা এলাকায় নদীর উপর তৈরি করা হয় এই ফেয়ার ওয়েদার সেতু। পশ্চিম মেদিনীপুরের দাঁতন এবং ওড়িশার জলেশ্বর জেলার একাধিক ব্লকের সঙ্গে যাতায়াত করা হত এই নদীর উপর। চাষাবাদের কারণে কিংবা ব্যবসায়িক কারণে দুই রাজ্যের মানুষ এই অস্থায়ী সেতু দিয়ে ভরসা করত দুই দিকের উপর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওড়িশার জলেশ্বর থেকে দাঁতন আসতে হলে প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার পথ ঘুরপথে আসতে হত, সেক্ষেত্রে এখানে সময় লাগত খুব সামান্য। তবে বর্ষার এই মরসুমে খুব সমস্যায় পড়েছেন সকলে। নিয়মিত যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে। ঘুরপথে যেতে হচ্ছে ওড়িশা কিংবা আসতে হচ্ছে বাংলাতে।
রঞ্জন চন্দ