আরও পড়ুন: বারাসাত কাছারি ময়দানে হঠাৎই অসময়ে খুঁটিপূজো, কারণ জানলে অবাক হবেন
জল সংরক্ষণ নিয়ে গোটা বিশ্বে প্রচার চলছে। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্ম ও জীবজগৎকে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখতে যে পরিমাণ নিরাপদ জলের প্রয়োজন, সেটাই মিলবে না। বিভিন্ন সমীক্ষা থেকে এমন তথ্যও উঠে এসেছে। জল জীবন মিশনের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে ট্যাপ কলের মাধ্যমে জল সংযোগের ব্যবস্থা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। সেই জল যাতে অপচয় না হয় সেজন্য এবার জনস্বাস্থ্য কারিগরি দফতর পশ্চিমবঙ্গ সরকার এর উদ্যোগে বিশেষ প্রদর্শনী আয়োজন করা হল সুন্দরবন গ্রামীণ মেলায়।
advertisement
আরও পড়ুন: মাটি ফুঁড়ে বেরিয়ে এলেন কে, এ যেন অলৌকিক কাণ্ড! ছুটে এলেন মহিলারা
সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত এলাকার সন্দেশখালি সুন্দরবন গ্রামীণ মেলা থেকে এই প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো হয়। প্রদর্শনীতে কী নেই! জল জীবন মিশন প্রোজক্টের মাধ্যমে জল পাম্প থেকে বাড়িতে বাড়িতে কিভাবে পৌঁছাবে পাশাপাশি জল অপচয় বন্ধ করে করতে প্রয়োজনীয় পদ্ধতির এক স্পষ্ট ছবি এই প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এই প্রদর্শনীতে মেলায় আসা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তারা সাধারণ মানুষদের জল অপচয় বন্ধ করতে প্রদর্শনীর মাধ্যমে সচেতন করেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
উৎসাহী মানুষ এই প্রদর্শনী দেখে সচেতনের পাশাপাশি খুশি হন।
জুলফিকার মোল্যা