প্যান্ডেলের কাপড়, চেয়ার, টেবিল, বুফে সেটিং থেকে শুরু করে আলো, সাজসজ্জার উপকরণ- সবকিছুই এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে। বিয়ে, সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট ইভেন্ট কিংবা পার্টির জন্য প্রয়োজনীয় নানা ধরনের আধুনিক ও ঐতিহ্যবাহী সামগ্রী দর্শনার্থীদের নজর কেড়েছে।
advertisement
এই মেলায় শুধু রাজ্যেরই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রস্তুতকারী সংস্থা ও নামিদামি বেশ কিছু কোম্পানি নিজেদের স্টল দিয়েছে। নির্মাতাদের কাছ থেকে সরাসরি কেনার সুযোগ থাকায় বাজারদরের তুলনায় অনেকটাই কম মূল্যে সামগ্রী কিনতে পারছেন ডেকোরেটররা। যা তাঁদের কাছে বাড়তি সুবিধা হিসেবে ধরা দিচ্ছে। মেলায় ডেকোরেশন ব্যবসার সঙ্গে যুক্তদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদেরও ভিড় চোখে পড়ার মতো। নতুন ডিজাইন, ট্রেন্ড এবং আধুনিক সাজসজ্জার ধারণা জানতে এই মেলা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, তা বলাই বাহুল্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
টাকির পর্যটন পরিবেশের সঙ্গে এই মেলা আরও এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন উদ্যোক্তা ও দর্শনার্থীরা। মেলা ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও আশাবাদী অনেকেই। নির্দিষ্ট কয়েকদিন ধরে চলা এই মেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। সামগ্রিকভাবে টাকির অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে এই মেলা ইতিবাচক প্রভাব ফেলছে।





