প্রত্যক্ষদর্শীদের দাবি, গ্যারাজে ট্যাংকারটি কাজ করানোর জন্য দাঁড়ানো ছিল। আচমকাই বিকট আওয়াজে এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায় গোটা গ্যারাজ চত্বর। বিস্ফোরণের জেরে কাছাকাছি থাকা বাস ও লরি ভেঙে যায়। আহতদের চিৎকারে এলাকা জুড়ে ছড়ায় আতঙ্ক।
সিনেমা দেখার নামে ডাক্তারি ছাত্রীকে নিয়ে ফ্ল্যাটে! ৩ ‘বন্ধু’ মিলে তাঁকে যা করল…ভয়ঙ্কর অভিযোগ!
advertisement
১১৫ বছর বাঁচতে চান? বিজ্ঞানীরা বলে দিলেন সহজ ৫ ‘উপায়’! সঙ্গে প্লেট থেকে বাদ দিন এই ৩ জিনিস!
রাতে হাওড়ার দিকে ছুটছিল ট্রেন, AC কোচে টহল দেওয়ার সময় RPF-এর চোখে পড়ল ‘অদ্ভুত’ এই জিনিস! এগুলো কী?
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) টিম। উদ্ধার করে আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ট্যাংকারে থাকা গ্যাস লিক করেই বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।