আরও পড়ুন: শোলার তৈরি জিনিসের ব্যাপক চাহিদা থাকলেও শিল্পীদের সংসারে হাঁড়ির হাল
একসময়ের দক্ষ সাউন্ড রেকর্ডার বর্তমানে একজন বিখ্যাত শিল্পী। যার হাতের জাদুতে সামান্য বাঁশ দিয়েই তৈরি হচ্ছে অসামান্য শিল্প সামগ্রী। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী অধীর আগ্রহে থাকে তাঁর নতুন শিল্প সৃষ্টির জন্য। শৈল্পিক দক্ষতায় শৌখিন হাতের কাজের সুবাদে বাংলা সেরা হাওড়ার দেবুবাবু। বাঁশ দিয়ে তৈরি ছোট-বড় বিভিন্ন কারুকার্যময় জিনিস। যা খুব সহজেই মন আকৃষ্ট করে।
advertisement
বিভিন্ন ধরনের বাঁশ খোদাই, বাঁশ কাটিং করে তৈরি করেন নানান জিনিস। ফুল, ফুলদানি, টেবিল ল্যাম্প আরও অনেক জিনিস আছে। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনের মনের মত বা তাঁদের ইচ্ছা অনুযায়ী সামগ্রী তৈরিতেও দারুন তৃপ্তি পান বলে জানান শিল্পী।কিছুদিন আগে প্রতিবেশী এক ভাইয়ের আবদারে কলকাতার ঐতিহ্য হাতে টানা রিকশা তৈরি করেন। ছোট সহজ সোজা-সাপটা মনে হলেও রিকশাটি তৈরি করতে বেশ কসরত করতে হয়েছে। মাপঝোক থেকে রিকশার দুই চাকার স্পোক ফিটিং করতে বেশ বেগ পেতে হয়েছিল। সব মিলিয়ে হাতে টানা রিকশাটি তৈরি করতে ২০ থেকে ২২ দিন সময় লেগেছে। শৌখিন এই হাতে রিকশা তৈরি করেই মিলেছে বাংলা সেরার সম্মান। ৬৫ বছর বয়সে শিল্পীর এই প্রাপ্তি আরও নতুন সৃষ্টিতে মনোযোগ বাড়াচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন:
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দেবব্রতবাবুর এই শিল্পকর্ম তৈরি শুরু হয়েছিল জীবনের মাঝ পথে। তখন প্রায় ২৮-৩০ বছর বয়স। সেই সময় থেকে প্রায় ২০ বছর আগের কথা। বন্ধুদের সঙ্গে শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে সেখানকার শিল্পীদের বাঁশের কাজ বা বাঁশ শিল্পের প্রতি ভালোলাগা জন্মায়। সেই থেকে নিজের কাজের ফাঁকে বাঁশ দিয়ে নানা সামগ্রী তৈরি করার চেষ্টা করছেন। তার পর বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এই প্রসঙ্গে শিল্পী দেবব্রত মজুমদার বলেন, ২০ বছরের এই শিল্পী জীবনে বাংলা সেরা সন্মান নতুন করে আরও শিল্প সৃষ্টির ক্ষমতা যোগাচ্ছে।
রাকেশ মাইতি