রানিহাটি-আমতা রাজ্য সড়কের পাঁচলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগৎবল্লভপুর থানার শ্যামচক মনসাতলায় এই ঘটনা। বুধবার বিকেলে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামচক মনসাতলার এলাকার কিছু মানুষ একটা অস্বাভাবিক গন্ধ পায়। গন্ধের উৎস খোঁজার চেষ্টা করেন তাঁরা, রাজ্য সড়কের দুই পাশে চাষের জমি ও কলকারখানা। রাস্তা ঘেঁষে দুই দিকে রয়েছে নয়নজুলি। সেখানেই একটি দেহ ভাসতে দেখে স্থানীয় মানুষ।
advertisement
রাস্তার পাশে আগাছায় পূর্ণ নয়নজুলির জলে ভাসছে একটি দেহ। তা দেখে স্থানীয় মানুষ খবর দেন পুলিশে। জগৎবল্লভপুর থানা পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। অজ্ঞাত পরিচয় দেহটি পাঠানো হয় ময়নাতদন্তে। মৃতের নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 12:39 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: এলাকায় তীব্র দুর্গন্ধ উৎসব খুঁজতে গিয়ে মিলল এ কী! ঘুম উড়ে গেল পুলিশের