ঝাড়গ্রাম জেলা শহরের প্রবেশ মুখ থেকে শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড় পর্যন্ত পাঁচ নং রাজ্য সড়কের উপর একাধিক শাল গাছের শুকনো ডাল বিপদজ্জনক ভাবে ঝুলে রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার লোকের আনাগোনা থাকে। শহরের সেটেলমেন্ট মোড় সংলগ্ন একটি ক্লাবের সামনে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে একটি শুকনো শাল গাছের ডাল বিপদজ্জনক ভাবে ঝুলে রয়েছে। এমনকি ওই ক্লাবে একটি শিশু উদ্যানও রয়েছে, যেখানে প্রতিদিন বিকেলে প্রচুর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা খেলতে আসে।
advertisement
পাশেই রয়েছে একটি বাস স্টপেজ যেখানে সারাদিনে বহু দূর পাল্লার বাস আসে যাত্রী তুলতে এবং নামাতে। এমন অবস্থায় যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভবনা রয়েছে। প্রশাসন মন্ডলীকে বারবার জানিয়েও কোন সুরাহা হয়নি। শহরবাসীরা ক্ষুব্ধ প্রশাসনের উপর। শুধু তাই নয় সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে কলেজ মোড় আসার পথেও একাধিক শুকনো শাল গাছ বিপদজ্জনক অবস্থায় রয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যেকোন দিন হালকা হওয়ায় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা করছে জেলা শহরবাসী। কবে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলা শহর এই জ্বলন্ত সমস্যা থেকে মুক্তি পাবে সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
বুদ্ধদেব বেরা