TRENDING:

North 24 Parganas News: সোনাই নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ওটা কী? আতঙ্কে স্থানীয়রা, জানলে অবাক হবেন

Last Updated:

North 24 Parganas News: অন্যান্য দিনের মতো এদিনও সোনাই নদীতে মাছ ধরছিলেন তারা। কিন্তু জাল টেনে তুলতেই দেখতে পান, মাছের বদলে ধরা পড়েছে এক অচেনা প্রাণী। ভালো করে দেখার পর তারা বুঝতে পারেন, সেটি একটি মৃত কুমির শাবক। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগণা: সীমান্তে সোনাই নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল মৃত কুমির শাবক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের সোনাই নদীর ঘটনা। মৎস্যজীবীদের জালে কুমির ধরা পড়ার খবরে সাময়ীকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। পরে জানা যায় কুমিরটি মৃত।
advertisement

স্থানীয় মৎস্যজীবীরা জানান, অন্যান্য দিনের মতো এদিনও সোনাই নদীতে মাছ ধরছিলেন তারা। কিন্তু জাল টেনে তুলতেই দেখতে পান মাছের বদলে ধরা পড়েছে এক অচেনা প্রাণী। ভালো করে দেখার পর তারা বুঝতে পারেন সেটি একটি মৃত কুমির শাবক। ঘটনার খবর দেওয়া হয় বসিরহাট রেঞ্জের বনদফতরকে। বনকর্মীরা এসে মৃত কুমির শাবকটিকে উদ্ধার করেন।

advertisement

তবে সীমান্তবর্তী এলাকায় নদীতে কীভাবে কুমির শাবক এল এবং কীভাবে তার মৃত্যু হলো, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয়দের অনুমান, নদীর জলের স্রোতে ভেসে এসে হয়তো জালে আটকে মৃত্যু হয়েছে শাবকটির। আবার কারও মতে, নদীতে বড় কুমির থাকলে আঘাত পেয়ে শাবকটির মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত কুমির শাবক উদ্ধারের ঘটনায় মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

advertisement

আরও পড়ুনঃ IND vs ENG: এবার ইংরেজদের দিনে দেখালেন তারা! বড় কাণ্ড ঘটালেন বৈভব সূর্যবংশী

View More

তারা আশঙ্কা করছেন, নদীতে যদি পূর্ণবয়স্ক কুমির থেকে থাকে, তবে তা মৎস্যজীবী ও নৌকায় থাকা মানুষের জীবনের পক্ষে বিপজ্জনক হতে পারে। মৎস্যজীবীরা জানিয়েছেন, আগে কখনও সোনাই নদীতে কুমির দেখা যায়নি। তাই মৃত শাবক উদ্ধারের ঘটনায় তারা চিন্তিত। নদীতে নৌকায় মাছ ধরার সময় এখন থেকে তারা সতর্কতা অবলম্বন করবেন বলেও জানিয়েছেন।

advertisement

জুলফিকার মোল্যা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সোনাই নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ওটা কী? আতঙ্কে স্থানীয়রা, জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল