ঘটনাস্থল থেকে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সুব্রত দে (৬০), পিতা মৃত শ্যামল কুমার দে, কোচবিহার জেলার এন.এন রোড, ভাশ পল্লীর বাসিন্দা ও সুরজিৎ বিশ্বাস (৩৪), পিতা শ্যামল বিশ্বাস, নদিয়া জেলার চাকদহ থানার সান্যাল চর গ্রামের বাসিন্দা। গ্রেফতারের পর সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এনডিপিএস আইনের আওতায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। মামলাটি নাগেরবাজার পিসি মামলা নং ১৭২/২৫ হিসাবে নথিভুক্ত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল ঘোষণা স্থগিত, কবে বেরবে রেজাল্ট? কী কারণে এই স্থগিতাদেশ, জানুন কারণ
আজ বৃহস্পতিবার অভিযুক্তদের এলডি আদালতে পেশ করা হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পেছনে বৃহত্তর মাদকচক্রের যোগসূত্র থাকতে পারে, তদন্ত চলছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় গোয়েন্দা বিভাগের সূত্র মারফত আরও বিভিন্ন জায়গায় এরকম তল্লাশি চলছে। এর আগেও দক্ষিণেশ্বরে ১০০ কেজি মাদক উদ্ধার ও খড়দহ, রহড়া অঞ্চল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, সোনা উদ্ধার হয়েছিল। এভাবেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বড় সাফল্য এবার নাগেরবাজার নয়াপট্টি রোড এলাকা থেকে।






