পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি, রেলের বেসরকারিকরণের প্রতিবাদে এ দিন তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ-বিক্ষোভ ছিল বীরভূম জেলায়৷ বিভিন্ন তৃণমূল নেতাকর্মীরা নিজেদের বাড়ির সামনে ধর্না অবস্থানে বসেছিলেন৷ বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলও বাদ যাননি। অনুব্রত মণ্ডল তাঁর বাড়ির সামনে ধর্না অবস্থানে বসেছিলেন৷ সেখানেই বাবার সঙ্গে কেন্দ্রের বিরোধিতায় দেখা গেল তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকে।
advertisement
অনুব্রত মণ্ডলের পাশাপাশি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে তাঁর পাশে ছিলেন সুকন্যা। এর আগে একবার সুকন্যা মণ্ডলকে রাজনৈতিক মঞ্চে দেখা গিয়েছিল কয়েকমাস আগে। যখন অনুব্রত মণ্ডল বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে ত্রাণের জন্য রেশন সামগ্রী পাঠিয়েছিলেন, সেই মঞ্চে দেখা গিয়েছিল সুকন্যাকে।
এর পর আজ গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বাবার পাশে ধর্না মঞ্চে দাঁড়ানোয় রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে সুকন্যাকে নিয়ে। আগামী দিনে কি তাহলে বীরভূমে তৃণমুলে নতুন মুখ হিসেবে তুলে ধরা হবে অনুব্রত কন্যাকে? এই প্রশ্নেই সরগরম জেলার রাজনৈতিক মহলে।
Supratim Das