অষ্টমীতে একদিকে যখন রাজ্যজুড়ে উৎসবের আমেজ, সেই সময় পূর্ব মেদিনীপুরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এদিন সকালে নন্দকুমার রেল স্টেশনের কাছেই ফতেপুরে খোলা রেলক্রসিংয়ে প্রশান্ত নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। দিঘা থেকে হাওড়াগামী এক ট্রেনের ধাক্কায় তাঁর প্রাণ যায় বলে খবর।
আরও পড়ুনঃ পুজোর আবহে বিষাদের সুর! ডিজের আওয়াজে ম্লান ঢাকের তাল! বায়না না পেয়ে বাড়ি ফিরলেন ঢাকিরা
advertisement
এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ দেখাতে শুরু করেন। খোলা রেলক্রসিংয়ে গেট বসানোর দাবি জানান তাঁরা। এই খোলা ক্রসিংয়ে বারবার দুর্ঘটনা ঘটছে এবং যার জেরে মৃত্যুর ঘটনা ঘটছে বলে দাবি তুলে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, রেল কর্তৃপক্ষের কাছে বারবার এই খোলা ক্রসিংয়ে রেলগেট বসানোর দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু তা সত্ত্বেও কোনও কাজ হয়নি। ফলে নিয়মিতই দুর্ঘটনা ঘটছে। অষ্টমীর সকালে যেমন এক সাইকেল আরোহীর মৃত্যু হল। এই নিয়ে নন্দকুমারে চাঞ্চল্য ছড়িয়েছে।