Weather Update: সকালে ঘন কুয়াশা, শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে! শীতের দাপট বাড়বে নাকি কমবে? জেনে আবহাওয়ার রিপোর্ট
- Reported by:Madan Maity
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Weather Update: বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, কুয়াশা আর শুষ্ক আবহাওয়ায় দাপট থাকবে
advertisement
1/6

শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। এই কুয়াশার প্রভাবে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা নিয়ে সতর্কতাও জারি করা হয়েছে।
advertisement
2/6
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। শীতের মাঝামাঝি সময় হলেও উত্তুরে হাওয়ার দাপট আপাতত কিছুটা কমে গিয়েছে। ফলে শীতের আমেজ আগের তুলনায় অনেকটাই ফিকে হয়ে এসেছে। অন্যদিকে, রাত ও ভোরের দিকে কুয়াশার প্রভাব বাড়ছে একাধিক জেলায়। এই পরিস্থিতিতে আগামী কয়েক দিনের আবহাওয়া নিয়ে সতর্কবার্তা জারি করেছে আলিপুর।
advertisement
3/6
শনিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দিঘায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি তুলনামূলকভাবে কম থাকবে। দিনের বেলায় কার্যত শীতের আমেজ অনুভূত হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
4/6
শনিবার দিঘা-সহ উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। ভোর ও সকালের দিকে হালকা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের উষ্ণতায় সেই ঠান্ডার প্রভাব অনেকটাই কমে যাবে। ফলে সারাদিনই আবহাওয়া বেশ স্বস্তিদায়ক থাকবে।
advertisement
5/6
শনিবার সকাল থেকেই দিঘার আবহাওয়া বেশ মনোরম রয়েছে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। যদিও জেলার কয়েকটি জেলায় সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে ভোরের দিকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
6/6
দিঘায় মনোরম আবহাওয়া থাকায় পর্যটকরা সকাল থেকেই সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছেন। একদিকে শনিবার ও রবিবারের ছুটি, অন্যদিকে শীতকালের মরশুম—এই দুই মিলিয়ে দিঘায় পর্যটকদের ভিড় তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। সকালের নরম রোদ ও আরামদায়ক আবহাওয়া উপভোগ করছেন পর্যটকেরা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Weather Update: সকালে ঘন কুয়াশা, শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে! শীতের দাপট বাড়বে নাকি কমবে? জেনে আবহাওয়ার রিপোর্ট