স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সম্পত্তির লোভে ছোটো মেয়ে শ্যামলী জানা দীর্ঘদিন ধরেই তার মায়ের ওপর শারিরীক এবং মানসিকভাবে অত্যাচার চালাত৷ পুলিশের কাছে এই অভিযোগ জানিয়েছে মৃতারই বড় মেয়ে৷ মেয়ের অত্যাচারে অনেক সময়ই বাড়ি ছেড়ে মাকে গাছের তলায় দিন কাটাতে হত বলে প্রতিবেশীরা অভিযোগ করেছেন। অভিযোগ, মায়ের সব সম্পত্তি তাঁর নামে লিখে দেওয়া এবং টাকা পয়সা হাতানোর জন্য অভিযুক্ত মেয়ে তাঁর মাকে সব সময়েই শাসানি দিত। অবস্থা এমনই হয় যে মেয়ের ভয়ে বাড়ি ছাড়া হয়েও দিন কাটাতে বাধ্য হন মা।
advertisement
আরও পড়ুন- কোনও কাজ করেননি: ত্রিপুরায় শিক্ষামন্ত্রীকে সরানোর দাবি! প্রকাশ্যে বিজেপির ফাটল
আরও পড়ুন: ইডি-র আবেদনে সাড়া, বসছে হাই কোর্টের বিশেষ বেঞ্চ! আজই SSKM ছাড়তে হবে পার্থকে?
অভিযোগ, সম্পত্তির লোভেই বেপরোয়া হয়ে শ্বাসরোধ করে মাকে মেরে ফেলে মেয়ে। গলায় শ্বাসরোধ করার চিহ্নও রয়েছে। পুলিশ জানিয়েছে, ছোট মেয়ে শ্যামলী জানাকে নিয়েই রাধারানিদেবী থাকতেন। বড় মেয়ে কাকলির বিয়েবাহিত। মৃতের একজন ছেলেও ছিল। কিছুদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। বড় মেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে, তার মাকে বোনই সম্পত্তির লোভে খুন করেছে। পুলিশ অভিযুূক্তকে গ্রেফতার করে আদালতে তুলেছে৷