TRENDING:

প্রতিটি বাড়িতে প্রয়োজন দুবেলা! সেই ব্যবসায় হাত পাকিয়েছে দাসপুর, চাহিদা মেটাতে গিয়ে নাজেহাল কারিগররা

Last Updated:

কাঠকয়লার গুঁড়ো, আঠা এবং অন্যান্য সুগন্ধি তেল মিশিয়ে পেস্ট তৈরি করা হয়। সেই পেস্ট ব্যবহার করে তৈরি হয় ধুপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টশাহপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: বাঙালি হোক বা অবাঙালি, সকল ধর্মের মানুষের কাছেই ধূপ হল ইশ্বর সাধনার এক পবিত্র বস্তু। আর এখন নানান ফুল থেকে শুরু করে চন্দন, নানান সুগন্ধি যুক্ত ধূপের চাহিদা তুঙ্গে। তাই এই ধূপ তৈরি করে জীবনযাপন চলছে একাধিক মানুষজনের। অর্থ উপার্জনে হাত লাগিয়েছে গ্রামের বহু মানুষ। ঘরে ঘরে ধূপ বানানো এখন নতুন শিল্প।
advertisement

ধূপ তৈরি করে লাভের মুখ দেখে সংসার চলছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বহু মানুষের। দাসপুরের লাউদা এলাকায় এই ধূপ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বহু মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সদস্যরা হাত লাগান ধূপ তৈরিতে। ধূপ তৈরি করে সংসার চলছে তাঁদের। দাসপুরে লাউদা এলাকা থেকে ধূপ তৈরি হয়ে চলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই কুটির শিল্প মাধ্যমে লাভজনক ব্যবসা গড়ে তুলেছেন অনেকে।

advertisement

আরও পড়ুন : পুজোর ভ্রমণ হবে আরও রোমাঞ্চকর! সুন্দরবনে কুমির বৃদ্ধি, সুখবর দিলেন আধিকারিকরা

ধূপ তৈরির প্রক্রিয়াটি সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে বাঁশের কাঠি অথবা সরু কাঠি সংগ্রহ করা হয়। এরপর, কাঠকয়লার গুঁড়ো, আঠা এবং অন্যান্য সুগন্ধি তেল বা উপাদান মিশিয়ে পেস্ট তৈরি করা হয়। এই পেস্ট কাঠিগুলোর গায়ে মাখিয়ে রোদে শুকানো হয়। তাই ধূপ হাতে তৈরি করতে সময় লাগে অনেকটা। অনেকে সময়ের অভাবে উন্নত প্রযুক্তির মেসিন দ্বারা ধূপ তৈরিতে আগ্রহী হয়েছেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রতিদিন হাজার হাজার ধূপ তৈরি হয় এই দাসপুরের লাউদা এলাকায়। ধূপ তৈরি করে সংসার চালানোর পাশাপাশি লাভের মুখ দেখেন এলাকার মহিলা থেকে শুরু করে অন্যরা। দিন দিন বাড়ছে ধূপের চাহিদা। পাঁচ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুগন্ধি ধূপ তৈরি হয় এখানে। দাসপুর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় এই সুগন্ধি ধূপ। এই ধূপ বানানোর উদ‍্যোগই কর্মসংস্থান বাড়াচ্ছে এলাকার মানুষের।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রতিটি বাড়িতে প্রয়োজন দুবেলা! সেই ব্যবসায় হাত পাকিয়েছে দাসপুর, চাহিদা মেটাতে গিয়ে নাজেহাল কারিগররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল