পুজোর ভ্রমণ হবে আরও রোমাঞ্চকর! সুন্দরবনে কুমির বৃদ্ধি, সুখবর দিলেন আধিকারিকরা

Last Updated:
২০২২-২৩ সালের গণনায় মোটামুটি ১১০-১৩২ এবং ২০২৩-২৪ সালের গণনায় মোটামুটি ১২০-১৪০ টার মতো কুমির দেখা গিয়েছে।
1/6
পুজোর লম্বা ছুটি ভ্রমণপ্রিয় বাঙালি রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যান এই সময় হাতে কম সময় থাকলে কারও কারও গন্তব্য হয় সুন্দরবনও। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের সাক্ষী থাকেন পর্যটকরা।
পুজোর লম্বা ছুটি। ভ্রমণপ্রিয় বাঙালি রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বেড়াতে যান। হাতে কম সময় থাকলে কারও কারও গন্তব্য হয় সুন্দরবনও। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্যের সাক্ষী থাকেন পর্যটকরা। ছবি ও তথ্য : সুমন সাহা
advertisement
2/6
আর তার আগেই ভাল খবর। ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্রমেই বাড়ছে কুমিরের সংখ্যা। গত দু’বছরে কুমির গণনার রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের।
আর তার আগেই ভাল খবর। ব্যাঘ্র প্রকল্প এলাকায় ক্রমেই বাড়ছে কুমিরের সংখ্যা। গত দু’বছরে কুমির গণনার রিপোর্টে এমনটাই দেখা গিয়েছে বলে দাবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকদের।
advertisement
3/6
গত দু বছর ধরে কুমির গণনার কাজ চলছে। আগামী বছরও হবে। তারপর বিস্তারিত তথ্য জানা যাবে। তবে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ এই দুই বছরে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে।
গত দু বছর ধরে কুমির গণনার কাজ চলছে। আগামী বছরও হবে। তারপর বিস্তারিত তথ্য জানা যাবে। তবে ২০২২-২৩ এবং ২০২৩-২৪ এই দুই বছরে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকায় কুমিরের সংখ্যা বেড়েছে।
advertisement
4/6
২০২২-২৩ সালের গণনায় মোটামুটি ১১০-১৩২ এবং ২০২৩-২৪ সালের গণনায় মোটামুটি ১২০-১৪০ টার মতো কুমির দেখা গিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। এবার ২০২৫-২৬ সালের গণনার পর এই তিন বছরের কুমির গণনার রিপোর্ট প্রকাশ করা হবে।
২০২২-২৩ সালের গণনায় মোটামুটি ১১০-১৩২ এবং ২০২৩-২৪ সালের গণনায় মোটামুটি ১২০-১৪০ টার মতো কুমির দেখা গিয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায়। এবার ২০২৫-২৬ সালের গণনার পর এই তিন বছরের কুমির গণনার রিপোর্ট প্রকাশ করা হবে।
advertisement
5/6
কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়। একই সঙ্গে ব্যাঘ্র এলাকায় কুমিরের সংখ্যা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়েও আলোচনা হয়।আর তাতে আরও স্পষ্ট হবে যে গত তিন বছরে ঠিক কত কুমিরের সংখ্যা বেড়েছে।
কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়। একই সঙ্গে ব্যাঘ্র এলাকায় কুমিরের সংখ্যা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়েও আলোচনা হয়। আর তাতে আরও স্পষ্ট হবে যে গত তিন বছরে ঠিক কত কুমিরের সংখ্যা বেড়েছে।
advertisement
6/6
সজনেখালি ব্যাঘ্র প্রকল্পের কার্যালয়ে ‘টাইগার রামবেলস’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়।
সজনেখালি ব্যাঘ্র প্রকল্পের কার্যালয়ে ‘টাইগার রামবেলস’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে কুমির গণনার কাজে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়।
advertisement
advertisement
advertisement