TRENDING:

দার্জিলিং-পানাগড়ে রীতিমতো টক্কর, পুরুলিয়াতেও ১০-এর নীচে পারদ

Last Updated:

উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। হাওড়ার উলুবেড়িয়ায় পারদ পৌঁছেছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ১৩ ডিগ্রি। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এ তো রীতিমতো লড়াই। এক্কেবারে কাঁটে কা টক্কর। শীত নামাতে কে কাকে টেক্কা দেবে, এখন সেটাই দেখার। রীতিমতো দার্জিলিঙের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পানাগড়।
advertisement

একটা ঠিকানা উত্তরবঙ্গ, আর আরেকটা দক্ষিণের। দার্জিলিং ও পানাগড়ে একইসঙ্গে আটের ঘরে নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। শেষ পাওয়া খবর অনুযায়ী, দার্জিলিঙে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ৮ ডিগ্রি আর, বর্ধমানের পানাগড়ে ৮.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এরকমই শীতের আমেজ থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

আরও পড়ুন, নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর

advertisement

তাহলে একনজরে দেখে নেওয়া যাক, উত্তর ও দক্ষিণবঙ্গে কোথায় কেমন আবহাওয়া...

সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে রবিবেলায় রেকর্ড করেছে দার্জিলিং জেলা। এখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস । কালিম্পং-এর তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে বালুরঘাটে। কোচবিহার জেলায় রবির সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের একেবারে দক্ষিণে মালদা জেলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

advertisement

দার্জিলিঙের মতো দক্ষিণবঙ্গের পানাগড়েও ৮ ডিগ্রিতে নেমে গেছে পারদ। দক্ষিণবঙ্গের পানাগড় এবং পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। দক্ষিণবঙ্গে পানাগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.২ ডিগ্রি সেলসিয়াসে। বীরভূমের শান্তিনিকেতনে রবিবারের সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া জেলায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তাপমাত্রার পারদ নামে ১২.৬ ডিগ্রি সেলসিয়াসে।

advertisement

আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি

পূর্ব মেদিনীপুরের দিঘায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। নদিয়ার কৃষ্ণনগরে ১২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। একইভাবে পশ্চিম বর্ধমানের আসানসোলে রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং পুরুলিয়া জেলায় ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। হাওড়ার উলুবেড়িয়ায় পারদ পৌঁছেছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ১৩ ডিগ্রি। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দার্জিলিং-পানাগড়ে রীতিমতো টক্কর, পুরুলিয়াতেও ১০-এর নীচে পারদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল