২০০ বছর ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করেছিল। বহু রক্তের বিনিময়ে মিলেছে এই স্বাধীনতা। আজ গ্রামে গ্রামে গড়ে উঠেছে বিদ্যালয়। ছাত্রছাত্রীরা দল বেঁধে স্কুলে যায়। সৌভ্রাতৃত্বের বন্ধনে সামাজিকতায় আবদ্ধ হয়ে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করেন। এখানে নেই জাতিভেদ, নেই একে অপরের প্রতি ঘৃণা। এটাই তো স্বাধীন ভারতের আসল স্বাধীনতা। এবার সেই স্বাধীনতার প্রচারে এগিয়ে এল পড়ুয়ারা। বিভিন্ন গ্রামে গ্রামে স্বাধীনতার একাধিক বার্তা পৌঁছে দিলেন তাঁরা।
advertisement
আরও পড়ুনঃ বর্ষায় বেড়েছে ডেঙ্গির প্রকোপ! এবার ড্রোনের সাহায্যে চালানো হল…! চুঁচুড়ায় বড় অভিযান
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের পড়ুয়ারা বিদ্যালয়ের পার্শ্ববর্তী একাধিক গ্রামে হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘুরে ঘুরে স্বাধীনতার প্রচার করলেন। মূলত স্বাধীনতা দিবসের দিনেই বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশাল র্যালি হয়। এবার স্বাধীনতা দিবসের আগের দিন গ্রামে গ্রামে স্বাধীনতার বার্তা পৌঁছে দিল পড়ুয়ারা। মূলত সাধারণ মানুষের মধ্যে কুসংস্কার দূরীকরণ, জাতিভেদ, শিশুশ্রম, হিংসাত্মক মানসিকতা দূরীকরণে ছাত্রছাত্রীদের মধ্য দিয়ে গোটা সমাজকে বার্তা দিতে বিদ্যালয়ের তরফে এই প্রাক স্বাধীনতা র্যালির আয়োজন করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দাঁতন ভাগবত চরণ হাই স্কুলের বরাবরই ভিন্ন ভাবনা। এবারও এক নতুন উদ্যোগ নিলেন তাঁরা। স্বাধীনতা দিবস মানে কেবল অনুষ্ঠান নয়, শুধু একদিন পালন করা নয়। ছোট্ট বাচ্চা থেকে বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে স্বাধীনতার রুচি এবং ভাবনা ছড়িয়ে দিতে এমন আয়োজন র্যালি আয়োজন করল এই বিদ্যালয়।