TRENDING:

Bankura News: বাঁকুড়ার বুকে এক টুকরো গুজরাট! ডান্ডিয়া দেখলে অবাক হবেন

Last Updated:

গারবা এবং ডান্ডিয়া নৃত্য দেখলে অবাক হতে হবে। বাঁকুড়া শহরে এক টুকরো গুজরাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া : বাঁকুড়া শহরের বুকে খোঁজ পাওয়া গেল এক টুকরো গুজরাতের। নবরাত্রি কে সামনে রেখে, বাঁকুড়া লালবাজার বাইপাস রোডের ধারে, প্যাটেল ভবন প্রাঙ্গণে। বাঁকুড়া শহর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় ৩৫টি এবং গোটা জেলা জুড়ে শতাধিক গুজরাতি পরিবার। আনুমানিক ১০০ বছর আগে ব্যবসার কারণে গুজরাট থেকে কিছু মানুষ বাঁকুড়ায় আসেন । বাঁকুড়ায় বসবাসের কারণে তাঁদের আত্মীয়-স্বজনের সংখ্যা বাড়তে থাকে এবং নবীন প্রজন্মের ছেলেমেয়েদের জন্ম, শিক্ষা, এবং জীবন জীবিকা এই বাঁকুড়া শহরেই।
advertisement

ধীরে ধীরে তারা বাঁকুড়া বাসি হয়ে উঠেছে কিন্তু তারা তাঁদের আচার অনুষ্ঠান বিন্দুমাত্র ছেড়ে থাকেনি। রীতি মেনেই পালিত হচ্ছে নবরাত্রি এবং আনুষঙ্গিক অনুষ্ঠান গুলি যেমন গারওয়া এবং ডাণ্ডিয়া অর্থাৎ লাঠি নৃত্য। মহালয়া থেকে শুরু হয় নবরাত্রি, চলে নবমী পর্যন্ত।গুজরাতি সম্প্রদায়ের প্রবীণ মানুষ জন তাদের কৃষ্টি ও সংস্কৃতির দায়-দায়িত্ব তুলে দেন নবীন প্রজন্মের হাতে। তেমনই এক আচার অনুষ্ঠান দেখা গেল, নবরাত্রির পুজোঅর্চনা নৃত্যগীতির মাধ্যমে।

advertisement

আরও পড়ুন :এমন নাচ আগে দেখেননি কখনও! শুধুমাত্র হাত দিয়ে মাত করছেন বাঁকুড়ার মেয়ে!

গুজরাটি নৃত্য বলতে , আমাদের চোখের সামনে ভেসে ওঠে ডান্ডিয়া, ও গরবা নৃত্য। মহা সমারোহে পালিত হল সেগুলি। মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে শুরু হয়ে যায় এই নবরাত্রির অনুষ্ঠান। চলে নবমী পর্যন্ত । প্রতিদিনই সন্ধ্যায় ফুল ফল মিষ্টান্ন সাজিয়ে পুজোঅর্চনা করা হয়। পুরো প্যাটেল পরিবার তথা গুজরাটি সম্প্রদায়ের মানুষ ভক্তিগীতি সঙ্গে ডান্ডিয়া নৃত্য সহযোগী পুজো সম্পন্ন করেন।

advertisement

আরও পড়ুন : খুদে বালকের দারুণ কাণ্ড, তার কচি হাতেই প্রাণ পায় প্রতিমা, মন্ত্রোচ্চারণে তুষ্ট হন দুর্গতিনাশিনী, চিনে নিন এই মিরাকেল বালককে

পুজোর শেষে প্রসাদ বিতরণ এবং সকলে একসঙ্গেবসে সামান্য আড্ডা । যা দেখে মনে হয় যেন গুজরাতি সম্প্রদায়ের মানুষরা এই নবরাত্রিকে কেন্দ্র করে এক হয়ে উঠেছেন। সকল পরিবার এক জায়গায় জমা হন এবং বাঁকুড়াবাসির চোখে প্যাটেল ভবন তখন এক দর্শনীয় স্থান। যেন “এক টুকরো গুজরাট”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার প্লাস্টিকের যুগ শেষ, বাজার কাঁপাচ্ছে মাটির বাসনপত্র! জেনে নিন দাম
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বাঁকুড়ার বুকে এক টুকরো গুজরাট! ডান্ডিয়া দেখলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল