TRENDING:

Job News: ‘জেলিফিশ’ দেখার কাজে ৪৮ হাজার টাকা বেতন! আকর্ষণীয় চাকরির সুযোগ, জানুন আবেদনের খুঁটিনাটি

Last Updated:
South 24 Parganas Job News: এবার বঙ্গোপসাগরে জেলিফিশ দেখার কাজ পেতে পারেন আপনি। এই কাজে রয়েছে আকর্ষণীয় বেতনের অফার। পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে ৪৮,১০০ টাকা।
advertisement
1/5
‘জেলিফিশ’ দেখার কাজে ৪৮ হাজার টাকা বেতন ! আকর্ষণীয় চাকরির সুযোগ, জানুন আবেদনের খুঁটিনাটি
এবার বঙ্গোপসাগরে জেলিফিশ দেখার কাজ পেতে পারেন আপনি। এই কাজে রয়েছে আকর্ষণীয় বেতনের অফার। পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে ৪৮,১০০ টাকা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
বঙ্গোপসাগরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রজননের জন্য জেলিফিশের আনাগোনা বাড়ে। এর ফলে সামুদ্রিক মাছের সংখ্যা কমে যায়। দীর্ঘ সময় ধরে এই ঘটনায় নজরদারির জন্য বিশেষ গবেষণা করছে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
advertisement
3/5
এই প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রাণীবিদ্যা, সমুদ্র বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, বায়োইনফরমেটিক্স, বায়োলজিক্যাল ওশিয়ানোগ্রাফি, ওশান সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর কাজের সুযোগ পাবেন। তবে তাঁদের সামুদ্রিক জীবজগতের ইকোলজি, ট্যাক্সোনমি নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
4/5
প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছর। কাজ হবে ২০২৫-এর ডিসেম্বর থেকে ২০২৬-এর মার্চ পর্যন্ত চুক্তির ভিত্তিতে।
advertisement
5/5
ই-মেইল করে আবেদনপত্র জমা দিতে হবে। ২২ ডিসেম্বর পর্যন্ত আবেদন পাঠানো যাবে। বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন সেখানে। বিশদে জানতে জ়ুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ওয়েবসাইট দেখতে হবে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Job News: ‘জেলিফিশ’ দেখার কাজে ৪৮ হাজার টাকা বেতন! আকর্ষণীয় চাকরির সুযোগ, জানুন আবেদনের খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল