TRENDING:

টানা বৃষ্টির মধ্যেই জল ছাড়ছে ডিভিসি! দামোদরে তীব্র ভাঙন...! আতঙ্কে লোদনার বাসিন্দারা, ভিডিওতে দেখুন সাংঘাতিক দৃশ্য

Last Updated:

Damodar Water Level Rises: কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বৃদ্ধি পেয়েছে দামোদর নদের জলস্তর। ক্রমশ বাড়তে থাকা নদীর ভাঙনে আতঙ্কিত পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের লোদনা গ্রাম। তবে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস মিলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান, সায়নী সরকার: একদিকে নিম্নচাপ অন্যদিকে কয়েকদিন ধরে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি জল ছাড়ায় বেড়েছে দামোদরের জলস্তর। ফলে প্লাবিত পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কিছু এলাকা। লোদনা অঞ্চলে নদী ভাঙনের ফলে আতঙ্কে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিবছর বর্ষা এলেই বারে দুর্ভোগ। ভাঙতে ভাঙতে এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে তাদের আর পিছনোর জায়গা নেই।
advertisement

কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বৃদ্ধি পেয়েছে দামোদর নদের জলস্তর। ক্রমশ বাড়তে থাকা নদীর ভাঙনে আতঙ্কিত পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের মেটেডাঙ্গা কলোনি এলাকার মানুষজন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার পরিদর্শন করে বেশ কিছু স্থানীয়কে এলাকারই একটি স্কুলে রাখার ব্যবস্থা করেছিলেন। বৃষ্টি কমলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরে তারা বাড়ি ফিরে যান।

advertisement

আরও পড়ুনঃ  পূর্ণিমার কোটালে বাঁধে ধস, হু-হু করে ঢুকছে নোনা জল! ভয়ঙ্কর পরিস্থিতি গোসাবা ও সুন্দরবনের, কী অবস্থা হয়েছে দেখুন ছবিতে

এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙনের সমস্যা তাদের দীর্ঘদিনের। নদী ভাঙনের ফলে তাদের ঘরবাড়ি একেবারে গ্রাস হওয়ার মুখে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। তারা চান, তাদের দাবি মতো প্রশাসন এবং বিধায়ক তাদের সমস্যার সমাধান করার জন্য উদ্যোগী হন।

advertisement

View More

আরও পড়ুনঃ  শূকর মারার ফাঁদে পড়ে ছটফটানি! ঝলসে গেল সর্বাঙ্গ…! হাওড়ায় বৃদ্ধের নির্মম পরিণতি

ইতিমধ্যেই এলাকা পরিদর্শনে এসেছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস। সঙ্গে ছিলেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এলাকা পরিদর্শনের পর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, ওই এলাকায় নদীতে একটি বাঁক রয়েছে ফলে জলের ধাক্কা বেশি লাগে। শালবল্লা দিয়ে বাধার কাজ শুরু হয়েছিল, কাজ চলছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মৃ*ত্যুমুখে দাঁড়িয়ে আছেন রোগী! লড়াই হল যমের সঙ্গে...! শেষটা জানলে অবাক হবেন
আরও দেখুন

ভাঙনের কারণে এলাকার মানুষদের পার্শ্ববর্তী স্কুল ঘরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক সবাই নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন। বর্ষার এই দুর্ভোগ থেকে মুক্তির আশায় রয়েছেন তারা। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস মেলায় কিছুটা হলেও আশার আলো দেখছেন গ্রামবাসীরা।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টানা বৃষ্টির মধ্যেই জল ছাড়ছে ডিভিসি! দামোদরে তীব্র ভাঙন...! আতঙ্কে লোদনার বাসিন্দারা, ভিডিওতে দেখুন সাংঘাতিক দৃশ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল