কয়েকদিনের টানা বৃষ্টির ফলে বৃদ্ধি পেয়েছে দামোদর নদের জলস্তর। ক্রমশ বাড়তে থাকা নদীর ভাঙনে আতঙ্কিত পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের মেটেডাঙ্গা কলোনি এলাকার মানুষজন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক ছিল যে, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার পরিদর্শন করে বেশ কিছু স্থানীয়কে এলাকারই একটি স্কুলে রাখার ব্যবস্থা করেছিলেন। বৃষ্টি কমলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পরে তারা বাড়ি ফিরে যান।
advertisement
এলাকাবাসীর অভিযোগ, নদী ভাঙনের সমস্যা তাদের দীর্ঘদিনের। নদী ভাঙনের ফলে তাদের ঘরবাড়ি একেবারে গ্রাস হওয়ার মুখে। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। তারা চান, তাদের দাবি মতো প্রশাসন এবং বিধায়ক তাদের সমস্যার সমাধান করার জন্য উদ্যোগী হন।
আরও পড়ুনঃ শূকর মারার ফাঁদে পড়ে ছটফটানি! ঝলসে গেল সর্বাঙ্গ…! হাওড়ায় বৃদ্ধের নির্মম পরিণতি
ইতিমধ্যেই এলাকা পরিদর্শনে এসেছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ দাস। সঙ্গে ছিলেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এলাকা পরিদর্শনের পর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ বলেন, ওই এলাকায় নদীতে একটি বাঁক রয়েছে ফলে জলের ধাক্কা বেশি লাগে। শালবল্লা দিয়ে বাধার কাজ শুরু হয়েছিল, কাজ চলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ভাঙনের কারণে এলাকার মানুষদের পার্শ্ববর্তী স্কুল ঘরে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক সবাই নিজেদের বাড়ি ফিরে গিয়েছেন। বর্ষার এই দুর্ভোগ থেকে মুক্তির আশায় রয়েছেন তারা। প্রশাসন এবং জনপ্রতিনিধিদের পক্ষ থেকে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস মেলায় কিছুটা হলেও আশার আলো দেখছেন গ্রামবাসীরা।