আজ থেকে প্রায় এক মাসেরও বেশি সময় আগে, দক্ষিণেশ্বর থেকে আদিযোগীর উদ্দেশ্যে বের হয় এক যুবক। দক্ষিণেশ্বরের বাসিন্দা রাজা শা বাড়ি থেকে বেরিয়েছে। পিঠে ছোট্ট একটি ব্যাগ। তাতেই রয়েছে সামান্য খাবার ও জামা কাপড়। এভাবে রাস্তায় দণ্ডী কেটে এগিয়ে চলেছে তামিলনাড়ুর উদ্দেশ্যে। এর আগে সাইকেলে ভ্রমণ করেছেন এই যুবক। তবে এবার মনে বিশ্বাস ও ভরসা নিয়ে গরম, বৃষ্টি, শীতকে উপেক্ষা করে পৌঁছবে আদিযোগী।
advertisement
প্রসঙ্গত, প্রতিটি মানুষের শখ ভিন্ন ধরনের। নিজেদের জীবনের সাধনার জন্য কত কিছুই না করে! তবে দক্ষিণেশ্বর থেকে প্রায় ২১০০ কিলোমিটার দণ্ডী কেটেই যাবে আদিযোগীর উদ্দেশ্যে। তবে কেন এমন ভাবনা যুবকের? তার কথায়, একবার আদিযোগী শিবের দর্শন করা। এর আগে সাইকেলে করে দক্ষিণেশ্বর থেকে কেদারনাথ যাত্রা করেছিল রাজা। তবে সম্প্রতি সামান্য কিছু টাকা, দু-একটা জামাকাপড় এবং একটি স্পঞ্জ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছে সে। প্রতিদিন বেশ কয়েক কিলোমিটার দণ্ডী কেটে এগিয়ে চলেছে সে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্প্রতি সে এসে পৌঁছেছে দাঁতন। এরপর ওড়িশা হয়ে এগিয়ে যাবে তামিলনাড়ুর উদ্দেশ্যে। তার এই ভাবনা এবং আধ্যাত্মিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।