এ বিষয়ে এক ব্যবসায়ী জানান , সারা বছর যাতে ভালোভাবে তার ব্যবসা চলে সেই প্রার্থনা নিয়েই বছরের প্রথম দিনে মায়ের কাছে পুজো দিলেন তিনি। পুজো দেওয়া এই হালখাতায় সারা বছরের হিসাব থাকবে।
আরও পড়ুন – KKR Team News: পয়লা বৈশাখে ইডেন হল পয়া, কেকেআর জার্সিতে সেরা বোলিং করে মন জিতলেন স্টার্ক
advertisement
এ বিষয়ে ভক্তরা বলেন , পরিবার ও সন্তানদের মঙ্গল কামনায় তারা মন্দিরে পুজো দিলেন। সকলে যাতে ভালো থাকে ও সুস্থ থাকে ঈশ্বরের কাছে সেই কামনায় করেছেন। বছরের শুরুর এই দিনটাতেই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে তারা গোটা বছর সুষ্ঠু ভাবে কাটাতে চান।
এ বিষয়ে মন্দিরের পুরোহিত বলেন , হালখাতা চাহিদা আগের থেকে অনেকটা কমে গেলেও পুরুলিয়া জেলার মানুষদের কাছে হালখাতা পুজো করা অন্যরকম আবেগ। তাই কমবেশি সকলেই এই সময় হালখাতার পুজো করে থাকেন। ব্যবসায়ীরা এই খাতায় সারা বছরের হিসাব নিকাশ করে রাখেন।
Sharmistha Banerjee