KKR Team News: পয়লা বৈশাখে ইডেন হল পয়া, কেকেআর জার্সিতে সেরা বোলিং করে মন জিতলেন স্টার্ক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Team News:
ইডেন গার্ডেন্সে শাপমোচন হল মিচেল স্টার্কের৷ চারদিক থেকে ফিসফাস, গুঞ্জন, ফ্যানদের ইচ্ছা বসিয়ে দেওয়া হবে নাকি অজি পেস ব্যাটারিকে৷ আইপিএলে মেগা রবিবার (১৪ এপ্রিল) আইপিএল ২০২৪ ম্যাচে অস্ট্রেলিয়ান বোলার এলএসজির বিরুদ্ধে দুর্দান্ত স্পেলে মিচেল স্টার্ক সকলের বকবকানি একেবারে বন্ধ করে দিলেন৷ পয়লা বৈশাখে পয়মন্ত মাঠ হল ইডেন৷ আর পারফরম্যান্সের পর ইডেনকে বিশেষ বলে জানালেন স্টার্ক৷
advertisement
কলকাতার আর্দ্র ও উষ্ণ বিকেলে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর বোলাররা৷ নাইট থিঙ্কট্যাঙ্ক যা পরিকল্পনা নিয়েছিলেন তা পুরোপুরি বাস্তবায়ন করে দিল নাইট বোলাররা৷ লখনউ সুপার জায়ন্টসকে মাত্র ১৬১ রানে সীমাবদ্ধ করেছিল। আর এর কৃতিত্ব পুরোপুরি মিচেল স্টার্কের ডেথ ওভারের৷ শেষ ওভারে নাইট তারকা তুলে নেন ২ টি উইকেট৷ Photo- AP
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement