TRENDING:

Lottery Results: একেই বলে কপাল! মাত্র ৩০ মিনিটেই বাজিমাত! রাতারাতি কোটিপতি দিনমজুর

Last Updated:

Lottery Result: সাড়ে সাত'টায় বাড়ি ফেরার পথে ৫ সেমের লটারি কেটেছিলেন ৩০ টাকা দিয়ে। লটারির ফলাফল ঘোষণা হওয়ার পর তিনি জানতে পারেন লটারি জিতেছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁকসা: হয়তো একেই বলে কপাল! মাত্র ৩০ মিনিটেই বাজিমাত। বছর ৪৭-র সিরাজুল খান। রোজকার মতোই বাড়ি ফেরার আগে ৩০ টাকা দিয়ে লটারি কেটেছিলেন। নিজেও জানতেন না তাঁর ভাগ্য বদলাতে চলেছে। কোটি টাকা তার ঘরের দরজায় কড়া নাড়ছে। এমনকি টিকিট মেলানোর পরে প্রথম দেখায় বিশ্বাস করতে পারেননি। লটারি কেটে রাতারাতি কোটিপতি হয়েছেন কাঁকসার সিলামপুরের বাসিন্দা সিরাজুল।
advertisement

কাঁকসার সিলামপুর এলাকার বাসিন্দা সিরাজুল খান পেশায় দিনমজুর। প্রত্যেকদিন সিলামপুর থেকে পানাগড় বাজার এলাকায় যান কাজের জন্য। মাঝেমধ্যে বাড়ি ফেরার পথে ৩০ টাকা দিয়ে লটারি কাটতেন। সেই অভ্যাস মতোই লটারি কেটেছিলেন এ দিনও। কিন্তু জানতেন না, এই লটারি তার ভাগ্য বদল করতে চলেছে। প্রথম দেখে তিনি হতভম্ব হয়ে গিয়েছিলেন। নিজের চোখে বিশ্বাস করতে পারেননি তাঁর লটারির নম্বর মিলে গিয়েছে এক কোটির লটারি জয়ের নম্বরটি।

advertisement

আরও পড়ুনঃ পর্যটকদের জন্য বিরাট সুখবর! দুর্গাপুজোর ছুটির মরশুমে ৬ স্পেশ্যাল ট্রেন বাড়াল রেল

সিরাজুল জানিয়েছেন, তিনি সাড়ে সাত’টার দিকে বাড়ি ফেরার পথে ৫ সেমের লটারি কেটেছিলেন ৩০ টাকা দিয়ে। লটারির ফলাফল ঘোষণা হওয়ার পর তিনি রেজাল্ট মেলাতে যান। বাড়ি ঢোকার আগেই রেজাল্ট মেলাতে গিয়ে দেখতে পান এক কোটি টাকা জিতেছেন। প্রথমে বিশ্বাস করতে না পারলেও, রীতিমতো আনন্দে উৎফুল্ল হয়ে পড়েন। ভয়ও চেপে ধরে। সঙ্গে সঙ্গে তিনি ভাইকে বিষয়টি জানান। ভাইয়ের পরামর্শ মতো তিনি কাঁকসা থানার দ্বারস্ত হন।

advertisement

View More

সিরাজুল জানান, দিন আনা দিন খাওয়া পরিবারের অভাব ঘুচবে। তিনি একটি বাড়ির তৈরির পরিকল্পনা করছেন। নিজে একটি নতুন ব্যবসা শুরু করতে চান। আর বাকি টাকা ছেলে মেয়ের নামে ব্যাঙ্কে রেখে দেবেন।

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery Results: একেই বলে কপাল! মাত্র ৩০ মিনিটেই বাজিমাত! রাতারাতি কোটিপতি দিনমজুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল