Rail News: পর্যটকদের জন্য বিরাট সুখবর! দুর্গাপুজোর ছুটির মরশুমে ৬ স্পেশ্যাল ট্রেন বাড়াল রেল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Rail News: পর্যটকদের জন্য সুখবর! দার্জিলিং ঘুরতে যাওয়ার সমস্যা দূর হল। ভারতীয় রেলের পক্ষ থেকে তিন জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবার সময় বৃদ্ধি করা হয়েছে।
মালদহঃ পর্যটকদের জন্য বড় সুখবর! দার্জিলিং ঘুরতে যাওয়ার সমস্যা দূর হল। ভারতীয় রেলের পক্ষ থেকে তিন জোড়া স্পেশ্যাল ট্রেনের পরিষেবার সময় বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পুজোর ছুটি চলছে। সাধারণ মানুষ এখন বেশি করে ঘুরতে যাচ্ছে। এই উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় দূর করতে, রেলের ০২৫১৮/০২৫১৭ গুয়াহাটি–কলকাতা–গুয়াহাটি ফেস্টিভ্যাল স্পেশ্যাল, ০২৫০২/০২৫০১ আগরতলা–কলকাতা–আগরতলা ফেস্টিভ্যাল স্পেশ্যাল এবং ০৫৬৩৯/০৫৬৪০ শিলচর– কলকাতা ফেস্টিভাল ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেনের পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুনঃ লোকালয়ের মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে মাথার খুলি, হাড়, কঙ্কাল! হাড়হিম কাণ্ড শান্তিপুরে
ট্রেনগুলির সময় সংশোধিত করা হয়েছে ০২৫০২ আগরতলা–কলকাতা ফেস্টিভ্যাল স্পেশ্যাল আগরতলা ছাড়বে ০৭.৩৫ মিনিটে। প্রতি বুধবার ১ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর (০৯ ট্রিপ)। কলকাতা স্টেশনে পৌঁছবে ১৪.৩০ মিনিটে। ০২৫০১ কলকাতা–আগরতলা ফেস্টিভ্যাল স্পেশ্যাল কলকাতা ছাড়বে ২১.৪০ মিনিটে। প্রতি রবিবার ৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর (০৯ ট্রিপ) আগরতলা স্টেশনে পৌঁছানোর জন্য ০৫.১৫ মিনিটে।
advertisement
advertisement
০২৫১৮ গুয়াহাটি–কলকাতা ফেস্টিভ্যাল স্পেশ্যাল গুয়াহাটি থেকে ২১.০০ মিনিটে ছাড়বে। প্রতি শনিবার ৪ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর (০৯ ট্রিপ) কলকাতা স্টেশনে পৌঁছবে ১৪.৩০ মিনিটে। ০২৫১৭ কলকাতা–গুয়াহাটি ফেস্টিভ্যাল স্পেশ্যাল কলকাতা ছাড়বে ২১.৪০ মিনিটে। প্রতি বৃহস্পতিবার ২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর (০৯ ট্রিপ) গুয়াহাটি স্টেশনে পৌঁছবে ১৬.১৫ মিনিটে।
০৫৬৩৯ শিলচর–কলকাতা ফেস্টিভ্যাল স্পেশ্যাল শিলচর থেকে ছাড়বে ০৫.০০ মিনিটে। প্রতি বৃহস্পতিবার ২ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর (০৯ ট্রিপ) কলকাতা স্টেশনে পৌঁছবে ১৩.০০ মিনিটে। ০৫৬৪০ কলকাতা–শিলচর ফেস্টিভ্যাল স্পেশ্যাল কলকাতা ছাড়বে ১৫.০০ মিনিটে। প্রতি শুক্রবার ৩ নভেম্বর থেকে ২৯ ডিসেম্বর (০৯ ট্রিপ) শিলচর স্টেশনে পৌঁছবে ২৩.৫০ মিনিটে। ০২৫০১ কলকাতা-আগরতলা ফেস্টিভ্যাল স্পেশ্যাল, ০২৫১৭ কলকাতা-গুয়াহাটি ফেস্টিভ্যাল স্পেশ্যাল এবং ০৫৬৪০ কলকাতা-শিলচর ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেনের বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে উপলব্ধ৷ মেইল/এক্সপ্রেস ভাড়া ছাড়াও, বিশেষ চার্জ আদায় করা হবে। রেয়াতি বুকিং অনুমোদিত নয়। ট্রেনগুলির তৎকাল কোটা নেই।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2023 3:39 PM IST