TRENDING:

West Bengal news decoity: আবার সোনার দোকানে দুঃসাহসী ডাকাতির ঘটনা, আসানসোলের পরে এবার ডোমজুরে

Last Updated:

West Bengal news decoity: ফের সোনার দোকানে ডাকাতির ঘটনা। আসানসোলে দুঃসাহসীর ঘটনার রেশ কাটার আগেই ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটল হাওড়াতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: ফের সোনার দোকানে ডাকাতির ঘটনা। আসানসোলে দুঃসাহসীর ঘটনার রেশ কাটার আগেই ভয়ঙ্কর ডাকাতির ঘটনা ঘটল হাওড়াতে।
সোনার দোকানে ডাকাতি।
সোনার দোকানে ডাকাতি।
advertisement

জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে ডাকাতদের একটি দল ডোমজুরের একটি সোনার দোকানে হানা দেয়। তারপরে দোকানের মালিক এবং কর্মচারীদের বন্দুক দিয়ে ভয় দেখানো হয়, বন্দুকের বাট দিয়ে মারধরও করা হয় বলে অভিযোগ। তার পরে বন্দুক দেখিয়ে সেই কর্মচারীদের বেঁধে দোকানটিতে যথেচ্ছ লুটপাট চালানো হয় বলে জানা গিয়েছে। যদিও ঠিক কত টাকার সোনাদানা লুট করা হয়েছে তা জানা যায়নি।

advertisement

আরও পড়ুন: বড় বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক

জানা গিয়েছে দুস্কৃতীর দলটিতে ৬ থেকে ৭ জন ছিলেন। সোনা এবং রুপোর গয়না লুট করে বাইকে করে আমতা রোড ধরে দিল্লি রোডের দিকে চম্পট দেয় ডাকাতের দলটি। ডাকাতির পরে  ঘটনার কথা জানতে পেরেই তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ডোমজুর থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ নাকা তল্লাশি শুরু করেছে দুষ্কৃতীদের ধরার জন্য।

advertisement

আরও পড়ুন: বোপরোয়া ডাকাতের সঙ্গে একা লড়ে নায়ক হয়েছিলেন সাব-ইন্সপেক্টর মেঘনাদ, গ্রেফতার এখনও দুই

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ক’দিন আগেই রানিগঞ্জে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ৭ জন ডাকাতের সঙ্গে একা লড়াই করেছিলেন এক পুলিশ কর্মী। তার পরে আবার একই ভাবে ডাকাতির ঘটনা ঘটল রাজ্যে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news decoity: আবার সোনার দোকানে দুঃসাহসী ডাকাতির ঘটনা, আসানসোলের পরে এবার ডোমজুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল