Sikkim-West Bengal connecting NH10 closed: বড় বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক

Last Updated:

Sikkim-West Bengal connecting NH10 closed: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ-সহ সিকিম, ধস নেমেছে একাধিক জায়গায়। তাই বড় বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হল রাজ্য থেকে সিকিম যাওয়া লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক।

শিলিগুড়ি: টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ-সহ সিকিম, ধস নেমেছে একাধিক জায়গায়। তাই বড় বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হল রাজ্য থেকে সিকিম যাওয়া লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক।
গত কয়েক দিন ধরেই সিকিম- সহ উত্তরবঙ্গে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জায়গায় জায়গায় ধস নেমেছে পাহাড়ে। ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। সোমবারই জানা গিয়েছিল একটি গ্রামের পর পর আটটি বাড়ি ধসে গিয়েছে। সেই ঘটনায় প্রাণ গিয়েছিল তিন জনের, নিখোঁজ বহু মানুষ। সিকম জুড়ে এখনও চলছে উদ্ধারকাজ। ভাঙা বাড়ির নীচে অনেকেরই আটকে থাকার আশঙ্কা রয়েছে।
advertisement
advertisement
হাতের কাছে ভিনরাজ্যের বরফে মোড়া পাহাড় দেখতে এবং সমতলের গরম থেকে কিছুটা স্বস্তি পেতে সিকিমে ঘুরতে যান বহু মানুষ। এখনও সিকিমে আটকে রয়েছেন বহু পর্যটক। এর মধ্যেই দুঃসংবাদ শোনাল প্রশাসন। সিংতামে টানা বৃষ্টির জেরে ধস নেমেছে, সেই ধসের ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয়সড়ক। রাজ্য থেকে সিকিম যাওয়ার জন্য ১০ নম্বর জাতীয় সড়ক খুবই গুরুত্বপূর্ণ। সেই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু মানুষ। জাতীয় সড়কের দুই ধারে গাড়ির লম্বা লাইন, এর ফলে পর্যটকেরা কী ভাবে যাবেন বা আসবেন তা ভেবে পাচ্ছেন না। ধস সরানোর কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই।
advertisement
যদিও কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্য়ম জানিয়েছেন, ১০ নম্বর জাতীয় সড়ক বাংলার দিক থেকে খোলা রয়েছে, যান চলাচলও অব্যাহত রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sikkim-West Bengal connecting NH10 closed: বড় বিপর্যয়, বন্ধ করে দেওয়া হল সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement