Modi 3.0 Cabinet : রাজ্যসভারও সাংসদ নন, লোকসভারও নন, তবু শপথ নিলেন মোদির মন্ত্রিসভার দুই মন্ত্রী

Last Updated:

Modi 3.0 Cabinet : ৭২ জন মন্ত্রীর অনেকেই আছেন যারা লোকসভায় জিতে আসেননি, কিন্তু রাজ্যসভার সাংসদ। কিন্তু এই মন্ত্রীসভাতেই দু’জন এমন সদস্য আছেন যারা রাজ্যসভা বা লোকসভা কোনও জায়গারই সাংসদ নন।

মোদি সরকারের দুই 'বিশেষ' মন্ত্রী
মোদি সরকারের দুই 'বিশেষ' মন্ত্রী
নয়াদিল্লি: বর্ণাঢ্য অনুষ্ঠানের শপথ নিয়েছেন নরেন্দ্র মোদির মন্ত্রীসভার প্রধানমন্ত্রী-সহ ৭২ জন মন্ত্রী। এদের মধ্যে অনেকেই আছেন যারা লোকসভায় জিতে আসেননি, কিন্তু রাজ্যসভার সাংসদ। কিন্তু এই মন্ত্রীসভাতেই দু’জন এমন সদস্য আছেন যারা রাজ্যসভা বা লোকসভা কোনও জায়গারই সাংসদ নন। প্রথম জন পঞ্জাবের রভনীত সিং বিট্টু, এবং দ্বিতীয় জন কেরালার জর্জ কুরিয়ান।
রভনীত ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কংগ্রেসের সাংসদ ছিলেন। একটা সময় তিনি কংগ্রেসের লোকসভার দলনেতাও ছিলেন। কিন্তু দল বদল করে এ বার লুধিয়ানা বিজেপির হয়ে লোকসভা ভোটে প্রার্থী হয়ে হেরে যান। তাঁকে রবিবার মন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করানো হয়েছে।
advertisement
advertisement
পাশাপাশি, কেরালা থেকে এ বার মন্ত্রী হয়েছেন জর্জ কুরিয়ান। পেশায় শিল্পপতি জর্জ বর্তমানে রাজ্যসভা বা লোকসভার সদস্যই নন। কেরালার দ্বিতীয় বিজেপি সাংসদ হিসাবে শপথ নিলেন জর্জ কুরিয়ান। তবে মনে করা হচ্ছে দু’জনকেই রাজ্যসভায় প্রার্থী করে জিতিয়ে আনা হবে। ১৩ জুলাই মেয়াদ শেষ হচ্ছে চার মনোনীত বিজেপি সাংসদের। সেই জায়গায় সাংসদ করে আনা হতে পারে এই দুই জন মন্ত্রীকে। এ ছাড়া এই বছরে রাজ্যসভার আর কোনও পদই খালি হওয়ার নেই। তাই আগামী মাসে রাজ্যসভায় পাঠানো হতে পারে জর্জ কুরিয়ান এবং রভনীত সিং বিট্টুকে।
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Modi 3.0 Cabinet : রাজ্যসভারও সাংসদ নন, লোকসভারও নন, তবু শপথ নিলেন মোদির মন্ত্রিসভার দুই মন্ত্রী
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement