স্থানীয় সূত্রে খবর, সকালে খবরের কাগজ দিতে আসা এক ব্যক্তি প্রথমে দেখতে পান দোকানের তালা ভাঙা। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ফোন করেন দোকান মালিককে। খবর পেয়ে দোকান মালিক মানস দত্ত পৌঁছন দোকানে।
আরও পড়ুন- ধরাশায়ী 'নন্দকুমার মডেল'? দাঁত ফোটাতে পারল না 'বাম-বিজেপি-কংগ্রেস' জোট!
দোকানে ঢুকেই তাঁর মাথায় হাত। সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে চোর। সিন্দুক ভেঙে কাঁচা সোনা রূপো সহ নগদ টাকাও নিয়ে পালায় চোরদের দল। চুঁচুড়া তারকেশ্বর রোডের উপর ব্যস্ত জায়গায় এই সোনার দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
advertisement
দোকান মালিক মানস দত্ত জানান, স্থানীয়দের খবর পেয়ে তিনি তড়িঘড়ি দোকানে পৌঁছান। দোকানে গিয়ে তিনি দেখেন শাটার ভেঙে দোকানে প্রবেশ করে সিন্দুক ভেঙে সমস্ত জিনিসপত্র লোপাট করে নিয়েছে। সিন্দুকের মধ্যে প্রায় ১৭ হাজার টাকা নগদ ছিল। সঙ্গে সাড়ে তিন কেজি কাঁচা রূপো ও সোনা ছিল। এছাড়া সোনার অলঙ্কারও ছিল।
এক স্থানীয় বাসিন্দা জানান, শহরের ব্যস্ততম রাস্তার ধারে এইরকম চুরি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। পার্শ্ববর্তী আরও অনেকগুলি দোকান রয়েছে সেই দোকান মালিকরাও খুবই আতঙ্কিত চুরি নিয়ে। একইসঙ্গে নিরাপত্তাহীনতায়ও ভুগছেন তাঁরা।
পুলিশ সূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে। পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজ দেখার কাজ চলছে। কে বা কারা এই চুরি করেছে, খুব শিগগিরই পুলিশের হাতে ধরা পড়বে।