TRENDING:

Biriyani: দমদম জেল থেকেই প্ল্যান, ডি বাপি বিরিয়ানির গুলিকাণ্ডে রহস্য ফাঁস পুলিশের

Last Updated:

Biriyani: মোট সাত রাউন্ড গুলি চালিয়েছিল বলে পুলিশি জেরায় স্বীকার করেছে সোনু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্যারাকপুর: ব্যারাকপুর বিরিয়ানির দোকানে গুলি চালিয়েছিল সোনু রাজভর, এমনটাই জানানো হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। ব্যারাকপুর ওয়ারলেস মোড় সংলগ্ন ডি বাপির বিরিয়ানির দোকানে সোনু রাজভর, তাঁর দুজন সাগরেদকে নিয়ে বিরিয়ানির দোকানে গুলি চালিয়েছিল।
ডি বাপি-র রহস্যভেদ
ডি বাপি-র রহস্যভেদ
advertisement

মোট সাত রাউন্ড গুলি চালিয়েছিল বলে পুলিশি জেরায় স্বীকার করেছে সোনু। দমদম সেন্ট্রাল জেলে বসে মনিশ শুক্লা খুনের মূল আসামী সুজিত রায় সোনু রাজভরকে বিরিয়ানির দোকানে গুলি চালানোর জন্য সুপারি দেয়। সেই মতো সোনু তার দুই শাগরেদকে নিয়ে বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালায়।

আরও পড়ুন: SSC শিক্ষক নিয়োগ তদন্তে চাঞ্চল্যকর মোড়, ডাক পড়ল অনিন্দিতা বেরা'র! কে তিনি?

advertisement

সুজিত রায়কে জেরা করে ঘটনায় অভিযুক্ত সনুকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা অফিসাররা এবং অভিযুক্তকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। এমনটাই জানালেন বারাকপুর পুলিশ কমিশনারের জয়েন্ট সিপি ক্রাইম অজয় ঠাকুর।

আরও পড়ুন: শুরুর আগেই বদলে যাবে শিয়ালদহ মেট্রো স্টেশন? নামেও থাকবে বড় চমক!

পুলিশ সূত্রে খবর, মণীশ শুক্লা খুনে অন্যতম অভিযুক্ত দমদম জেলে বন্দি এই সুজিতই তোলা চেয়ে হুমকি দিয়েছিল ডি বাপি বিরিয়ানি দোকানের মালিককে। তোলা না পাওয়ায় সুজিতই ছেলে পাঠিয়েছিল। সুজিতের নির্দেশ মতোই তিন দুস্কৃতী বাইকে চেপে দোকানের সামনে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি ছুড়ে পালায়। যদিও দুস্কৃতীদের টার্গেট বিরিয়ানি দোকানের মালিক বাপি দাস ছিল, নাকি নিছকই ভয় দেখাতে দুস্কৃতীরা এলোপাথাড়ি গুলি ছুড়েছিল তা সুজিতকে জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে। একইসাথে জেলে বসে কত টাকা তোলা সুজিত চেয়েছিল সেটিও পুলিশ জানার চেষ্টা করছে। ধৃতদের মুখোমুখি বসিয়ে পুলিশ জেরা করতে পারে বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Biriyani: দমদম জেল থেকেই প্ল্যান, ডি বাপি বিরিয়ানির গুলিকাণ্ডে রহস্য ফাঁস পুলিশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল