TRENDING:

Cyclone: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা! কেমন দুর্যোগ হবে বাংলার জেলায়? তুমুল সতর্কতা

Last Updated:

Cyclone Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা! জেনে নিন নদিয়ায় এর কতটা প্রভাব পড়তে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মোখা! ৮ মে থেকে বাড়বে ঘূর্ণিঝড়ের শক্তি। আগামী সপ্তাহ থেকে ঘূর্ণিঝড় মোখার শক্তি এক লপ্তে অনেকটাই বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। তবে এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে এখনও নিশ্চিত ভাবে বলা যায়নি। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা নাকি মায়ানমারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি হবে তা এখনও বলা হয়নি। এই নিয়ে এখনও ধন্দ্ব রয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের। আগামী বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের সম্পর্কে বিশদে জানা যাবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।
প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা
প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা
advertisement

তবে যতদূর বোঝা যাচ্ছে আগামী ৯ থেকে ১১ মে ঘূর্ণিঝড় মোখা দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে। তারপর তা উত্তর পশ্চিমের দিকে এগিয়ে এগিয়ে আসবে এমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দফতরের সূত্রে। পাশাপাশি বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গসহ কলকাতার আকাশের মুখ ভার। বুধবার গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী নিয়ে আরও এক বিধায়কের বাড়িতে ইডি-র হানা, এবার আরও বড় রহস্যফাঁস?

শুক্রবার পর্যন্ত দক্ষিণে বৃষ্টি হবে। আজ উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মোচার জন্য এখন থেকেই সতর্ক নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আবহাওয়া বুঝে মিটিং- মিছিল করতে হবে। যেহেতু বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে তাই মানুষকে বেশি করে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। দুর্যোগের হাত থেকে মানুষকে রক্ষা করতে মন্ত্রিসভাকে পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: মুহূর্তে বদলে গেল পরিস্থিতি, রাস্তায় পড়ে শরীরের অংশ! কী ঘটল কোচবিহারে?

তবে ঘূর্ণিঝড় মোখার জেরে কতখানি প্রভাব ফেলতে পারে নদীয়া জেলায় তা এখনই বোঝা যাচ্ছে না। তবে সকল প্রকার সতর্ক থাকতেই পরামর্শ দিচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী।

-----মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone: প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে মোখা! কেমন দুর্যোগ হবে বাংলার জেলায়? তুমুল সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল