TRENDING:

Cyclone Sitrang Update: শুরু বৃষ্টি, প্রবল জলোচ্ছ্বাসে ভাসতে পারে সুন্দরবন! নিরাপদে সরানো হচ্ছে বাসিন্দাদের

Last Updated:

সুন্দরবনের সর্বশেষ পরিস্থিতি জানতে কাকদ্বীপ মহকুমার বকখালি, সাগর, কাকদ্বীপে সিসিটিভি বসানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অর্পণ মণ্ডল ও বিশ্বজিৎ হালদার, বকখালি: কালো মেঘে ঢেকেছে আকাশ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে দিয়ে গতকাল থেকেই একনাগাড়ে চলেছে ঝিরঝিরে বৃষ্টি৷ মাঝে মধ্যেই বইছে দমকা বাতাস৷ ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রবিবার বিকেলের পর থেকেই বদলাতে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকার আবহাওয়া৷ কালীপুজোর দিনেও একরাশ উদ্বেগে কাকদ্বীপ, নামখানা, সুন্দরবন, সাগরের মতো উপকূলবর্তী এলাকার বাসিন্দারা৷
দুর্যোগের ইঙ্গিত দিয়ে বদলে যাচ্ছে উপকূলের আকাশ৷
দুর্যোগের ইঙ্গিত দিয়ে বদলে যাচ্ছে উপকূলের আকাশ৷
advertisement

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে এবারেও দক্ষিণ চব্বিশ পরগণার সুন্দরবন, কাকদ্বীপের মতো উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ ১৯ থেকে ২৩ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে৷ এই অবস্থায় দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকা থেকে ইতিমধ্যেই দশ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন৷ আজ সকাল থেকে মৌসুনি দ্বীপ, ঘোড়ামারা দ্বীপের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হবে৷

advertisement

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন,কন্ট্রোলরুম হাওড়ায়

সুন্দরবনের সর্বশেষ পরিস্থিতি জানতে কাকদ্বীপ মহকুমার বকখালি, সাগর, কাকদ্বীপে সিসিটিভি বসানো হয়েছে। এই সিসিটিভির ফুটেজ সরাসরি চলে যাচ্ছে নবান্নার কন্ট্রোলরুমে। জেলার পরিস্থিতি পর্যালোচনা করে নির্দেশ দেওয়া হবে জেলা কন্ট্রোলরুম ও মহকুমা কন্ট্রোলরুমে। শনিবার রাতের মধ্যে জেলার বন্দর ও ঘাটে ফিরে এসেছে বেশীরভাগ মৎস্যজীবী ট্রলার।রবিবার সকাল পর্যন্ত প্রায় ৩৫০০টি মৎসজীবী দের ট্রলার ফিরে আসে। রবিবার বেলায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে পুলিশের অভিযানে একটি মৎস্যজীবী নৌকা আটক করা হয়েছে। নিয়ম ভেঙে মাছ ধরছিল নৌকাটি। সমুদ্রে নজর রাখছে উপকূলরক্ষী বাহিনীও৷

advertisement

আরও পড়ুন: ক্ষয়ক্ষতি নিয়ে আশঙ্কা, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় কড়া নজরদারি পূর্ব মেদিনীপুরে!

ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগণায় এনডিআরএফ-এর ১৮ সদস্যের একটি দল পৌঁছে গিয়েছে৷ আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, সিত্রাংয়ের দাপটে দুই চব্বিশ পরগণার অন্তর্গত সুন্দরবনেই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে৷ হাওয়ার দাপট এবং জলোচ্ছ্বাসের জেরে ভাঙতে পারে কাঁচা বাড়ি, কাঁচা বাঁধ, বিপর্যস্ত হতে পারে বিদ্যুৎ পরিষেবা৷ ক্ষয়ক্ষতি হতে পারে ফসলেরও৷ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগণার ফেরি সার্ভিস৷ বকখালিতে সমুদ্র সৈকতে নামতে দেওয়া হচ্ছে না পর্যটকদের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

আজ কালীপুজো। সাগর ব্লক সহ সুন্দরবনজুড়ে কয়েক হাজার বারোয়ারি পুজো হচ্ছে। কিন্তু পুজো কমিটি দুশ্চিন্তার মধ্যে আছে। আজ সন্ধ্যায় শুরু হচ্ছে অমাবস্যা। নিম্নচাপ ও কোটালের জোড়া ফলায় অতীতে সুন্দরবন একাধিকবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এবারেও ২৫ তারিখ সকালে অমাবস্যার কোটাল রয়েছে৷ ফলে একে ঘূর্ণিঝড়, তার সঙ্গে অমাবস্যার কোটাল, জোরা দুর্যোগের জেরে ফের একবার বিপর্যয়ের আশঙ্কায় সুন্দরবন সহ দুই চব্বিশ পরগণার উপকূল এলাকার বাসিন্দারা৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Sitrang Update: শুরু বৃষ্টি, প্রবল জলোচ্ছ্বাসে ভাসতে পারে সুন্দরবন! নিরাপদে সরানো হচ্ছে বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল