ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন,কন্ট্রোলরুম হাওড়ায়

Last Updated:

২৪ ঘন্টা চালু থাকবে দুটি হেল্পলাইন নম্বর: ০৩৩-৬২৯২ ২৩২৮৭০০৩৩-৬২৯২ ২৩২৮৭১

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন ও কন্ট্রোলরুম চালু
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন ও কন্ট্রোলরুম চালু
#রাকেশ মাইতি, হাওড়া: আমফান-ইয়াসের পর এবার সিত্রাং! ঘূর্ণিঝড় মোকাবিলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন ও কন্ট্রোলরুম চালু করার কথা ঘোষণা করেছে হাওড়া পৌর নিগম। আমফান ঝড়ের মতো শক্তিশালী না হলেও, সিত্রাং-এ অতিভারী  বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সিত্রাং-এর দাপটে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৭০-৮০কিমি বেগে ঝড় বইতে পারে। সিত্রাং মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন। রাজ্য সরকারের কৃষি দফতর থেকে ইতিমধ্যেই জারি হয়েছে নির্দেশিকা।
সিত্রাং ঘূর্ণিঝড় মোকাবিলায় হাওড়া পুরনিগম ১০টি সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
১) ২৪ ঘন্টা চালু থাকবে দুটি হেল্পলাইন নম্বর: ০৩৩-৬২৯২ ২৩২৮৭০০৩৩-৬২৯২ ২৩২৮৭১
advertisement
২) পৌর নিগমের সদর দফতরে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোলরুম খোলা হচ্ছে।
৩) সমস্ত বোরো অফিস এবং বালি সাব-অফিসগুলিতে বিপর্যয় মোকাবিলা পরিচালনার দল তৈরি করা হয়েছে।
৪) সমস্ত বিপজ্জনক গাছ, ভবন এবং হোর্ডিং-এ নজর রাখবে বিপর্যয় মোকাবিলা দল।
৫) জঞ্জাল সাফাই দলকে সতর্ক থাকতে বলা হয়েছে।
৬) অত্যাধিক জল জমে এমন স্থানে প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে সিইএসসিকে(বিদ্যুৎ বিভাগ)।
advertisement
৭) ৬৪-৬৫ টি জল পাম্প করার জন্য বিশেষ পাম্পের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ছোট ছোট বেশ কয়েকটি পাম্প মোতায়েন রাখা হয়েছে।
৮) প্রয়োজনে মানুষকে সরানোর জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলি উপযুক্ত করে রাখা হয়েছে।
৯) ত্রাণ এবং খাদ্য উপকরণ জায়গায় জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
১০) সংবেদনশীল এলাকায় মাইকিংয়ের ব্যবস্থা করা হবে।
advertisement
এছাড়াও রাজ্য সরকারের কৃষি দফতর থেকেও হাওড়া গ্রামীণ এলাকাতে কৃষকদের জন্য চাষের সব্জি-সহ সমস্ত ক্ষেতের ফসল বাঁচানোর জন্য একাধিক পরামর্শ-সহ নির্দেশিকা দেওয়া হয়েছে।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ২৪ ঘণ্টার হেল্পলাইন,কন্ট্রোলরুম হাওড়ায়
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement