আজ দুর্যোগ নেই। তাই আজকে পর্যটকদের সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা নেই। কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার থেকে সমুদ্রে নামা স্নানের ওপর নজরদারি জারি করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন- ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মাথায় হাত দুই অধিনায়কেরই, ‘বড়’ চিন্তার মেঘ সরছেই না
advertisement
দুর্যোগের কথা মাথায় রেখে ঝুঁকি এড়াতে সতর্ক পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। আগাম সতর্ক বার্তা দেওয়ার পাশাপাশি সবরকম প্রস্তুতিও নেওয়া শুরু করেছে তারা।
ইতিমধ্যে মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের ট্রলারগুলিকে শনিবার রাতের মধ্যেই তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন - Cyclone Sitrang Alert: কবে, কখন, কোথায় সাইক্লোন সিত্রাং, রইল ঘূর্ণিঝড়ের পুরো গতির আপডেট
পাশাপাশি সি বিচ গুলিতে সমুদ্র স্নানের ক্ষেত্রেও নজরদারি চালানোর প্রস্তুতি নিয়েছে প্রশাসন। জেলার সমুদ্র সৈকত গুলিতে লাগাতার মাইকিংও চলবে বলে জেলা ও মহকুমা প্রশাসন তরফে জানানো হয়েছে।