গত বর্ষায় অকালবৃষ্টির দাপটে ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল কালনা মহকুমা জুড়ে। সেই ক্ষত এখনও পূরণ হয়নি। তাই শীতকালীন সবজি চাষে ভরসা রেখেছিলেন এলাকার হাজারো কৃষক। কেউ সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, কেউবা সোনা বন্ধক রেখে বিঘার পর বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন। ইতিমধ্যেই মাঠজুড়ে ভাল ফলনের সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় মন্থা ও তার ফলে সম্ভাব্য ভারী বৃষ্টি সেই আশায় জল ঢালতে পারে বলেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামাঞ্চলে।
advertisement
চাষিরা জানাচ্ছেন, ফুলকপি ও বাঁধাকপির চারা এখন সংবেদনশীল অবস্থায় রয়েছে। ভারী বৃষ্টি হলে জমিতে জল দাঁড়িয়ে পড়বে, যা পুরো ফসল পচিয়ে দিতে পারে। “ধানের ক্ষতি সামলে এবার সবজিতে কিছুটা লাভের আশা ছিল। কিন্তু যদি এই ঝড়ে ফসল নষ্ট হয়, তাহলে আমাদের পক্ষে সেই ক্ষতি সামলানো অসম্ভব”, জানালেন এক চাষি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের পক্ষ থেকে এখনও বিশেষ কোনও নির্দেশিকা জারি না হলেও কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, চাষিদের ফসল বাঁচাতে প্রাথমিকভাবে নালা পরিষ্কার রাখা ও জল নিষ্কাশনের ব্যবস্থা করতে বলা হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের মুখে কতটা ফসল রক্ষা করা সম্ভব হবে, তা নিয়েই এখন চরম উৎকণ্ঠায় দিন গুনছেন ভাগীরথীতীরবর্তী চাষিরা।





