TRENDING:

Mango sale: ঝড়ের পূর্বাভাস, ভয় পেয়ে খুব কম পয়সায় আম বিক্রিতে ব্যস্ত চাষিরা

Last Updated:

Nadia news: স্বাভাবিক অবস্থায় যে আম ১৫ থেকে ১৬ টাকায় চাষিরা বিক্রি করেন, ঝড়ে পড়ে গেলে সেই আম বিক্রি করলে তার অর্ধেক দামও পাওয়া যায় না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: ধেয়ে আসছে ঘূর্ণি ঝড়৷ এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের৷ প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষদের। তৎপর হয়েছেন জেলার চাষিরাও। ইতিমধ্যে ঝরের ভয়ে কৃষ্ণগঞ্জের একাধিক আম চাষিরা গাছ থেকে কাঁচা আম পেড়ে সেই আম ঝুড়িতে বোঝাই করে নিয়ে আসছে মাজদিয়ার আড়তে।
advertisement

আরও পড়ুন East Burdwan News: স্ত্রীর মুখে বিষ ঢেলে খুন করার চেষ্টার অভিযোগ স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে

এবছর আমের ফলন তুলনামূলকভাবে কম। তার ওপর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই চাষিরা কাঁচা আম গাছ থেকে পেড়ে বিক্রি করে দিচ্ছেন৷ চাষিদের বক্তব্য, ঝড়ে আম পড়ে গেলে সেই আম সেভাবে আর বিক্রি করা যায় না৷ স্বাভাবিক অবস্থায় যে আম ১৫ থেকে ১৬ টাকায় চাষিরা বিক্রি করেন, ঝড়ে পড়া আম বিক্রি করলে তার হাফ দামও পাওয়া যায় না।

advertisement

এ বছর শুরু থেকে এবারে বৃষ্টিপাতের অভাব ছিল৷ জলের অভাবে গ্রীষ্মকালীন ফলের আমদানি তুলনামূলকভাবে কম। সেই কারণেই রীতিমতো বাধ্য হয়েই আগেভাগে আম চাষিরা কাঁচা আম পেড়ে বিক্রি করে দিচ্ছেন আড়ৎদারদের কাছে।ফলন কম হওয়ার আমের দাম ও বিক্রিও সেভাবে হবে না বলে আগে থেকেই আশঙ্কা ছিল৷ তার মধ্যে ঝড়ের এই আশঙ্কায় মাথায় হাত আমচাষিদের৷

advertisement

আরও পড়ুন Maldah News: জল নেই কুয়োতে, যেভাবে তেষ্টা মেটাচ্ছেন গ্রামবাসীরা জানলে আঁতকে উঠবেন!

একজন চাষি জানান, কৃষ্ণগঞ্জ ব্লকে একাধিক প্রকারের আম চাষ হয়৷ তার মধ্যে হিমসাগর, ল্যাংরা বিখ্যাত। এছাড়াও ফজলি, গোলাপখাস, আম্রপালি আমেরও চাষ করা হয়। তবে হিমসাগর ও ল্যাংরা আমের চাহিদা থাকে সবথেকে বেশি৷ সেই কারণেই ঝড়ের পূর্বাভাস পেয়েই ক্ষতির হাত থেকে রেহাই পেতে কম দামে আড়ৎদারদের কাছে বিক্রি করতে হচ্ছে আম চাষিদের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর জাঁকজমকে বারাসাতকে টেক্কা! এই বছর নজর কাড়ল মধ্যমগ্রামের কোন কোন মণ্ডপ?
আরও দেখুন

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের উপর অবস্থিত নিম্নচাপটি রবিবারের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এটি ভারতের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে অগ্রসর হতে পারে। শনিবার রাত থেকেই গভীর নিম্নচাপের যে আশঙ্কা ছিল, রবিবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mango sale: ঝড়ের পূর্বাভাস, ভয় পেয়ে খুব কম পয়সায় আম বিক্রিতে ব্যস্ত চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল