Maldah News: জল নেই কুয়োতে, যেভাবে তেষ্টা মেটাচ্ছেন গ্রামবাসীরা জানলে আঁতকে উঠবেন!

Last Updated:

যে পুকুরে স্নান করে গবাদিপশু, তার জলই পান করতে হচ্ছে। জামা কাপড় কাচা হয় সেই পুকুরেই। সেই জল পান করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।

#মালদহ: গ্রামে নেই পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা। পানীয় জলের জন্য ভরসা গ্রামের একমাত্র কুয়ো। বছরের অনান্য মরশুমে কুয়োর জল সংগ্রহ করতে তেমন সমস্যা হয়না। তবে গ্রীষ্মের মরশুমে জলস্তর অনেক নীচে নেমে যায়। জল তুলতে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। প্রতি ফি বছরে এমন সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামের বাসিন্দাদের। চলতি গ্রীষ্মের মরশুমেও চরম জলকষ্টের সন্মুখীন বাসিন্দারা। মানুষকে খেতে হচ্ছে পুকুরের জল।
advertisement
দূর দূরান্ত থেকে পানীয় জল সংগ্রহ করে নিয়ে আসছেন গ্রামের কিছু মানুষ । তবে পুকুরের জলের উপরেই একমাত্র ভরসা করেন এই গ্রামের বাসিন্দারা। মালদহের গাজোল ব্লকের পান্ডুয়া পঞ্চায়েতের ধুমাদিঘি সহ আশপাশের গ্রামগুলিতে এখন চরম পানীয় জলের অভাব তৈরি হয়েছে। গ্রামে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। নেই কোনও টিউবওয়েল। সারাবছর গ্রামবাসীদের ভরসা একমাত্র কুয়োর জল। বৈশাখ-জ্যৈষ্ঠ অর্থাৎ প্রচন্ড গরমে কুয়োর জলের স্তর অনেকটা নেমে যায়। জলস্তর নীচে নেমে যাওয়াই কাদাজল ওঠে কুয়ো থেকে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে পুকুরের জল খেতে হচ্ছে গ্রামবাসীদের।
advertisement
যে পুকুরে স্নান করে গবাদিপশু, তার জলই পান করতে হচ্ছে। জামা কাপড় কাচা হয় সেই পুকুরেই। সেই জল পান করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। একদিকে কুয়োর জল অন্যদিকে পুকুরের জল দীর্ঘদিন খেয়ে গ্রামের বেশকিছু মানুষদের শরীরে বাসা বাঁধছে চর্ম রোগ সহ বিভিন্ন অসুখ। বর্তমান আধুনিক যুগে এই ছবি উঠে আসছে গাজোল ব্লকের কানোট, বেতা শাড়ি, ধুমাদিঘী গ্রামে। গ্রামবাসীদের আভিযোগ, পরিশ্রুত পানীয় জলের জন্য বারবার আবেদন করলেও কোনো লাভ হয়নি। স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক অফিসে বহু বার আবেদন জানানো হয়েছে।সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসেনি, তাই সারা বছর ধরে তাদের কুয়োর জল খেতে হয়। আর তীব্র গরমে কুয়োর জল স্তর নেমে গেলে ভরসা একমাত্র গ্রামের পুকুর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Maldah News: জল নেই কুয়োতে, যেভাবে তেষ্টা মেটাচ্ছেন গ্রামবাসীরা জানলে আঁতকে উঠবেন!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement