TRENDING:

Cyclone Dana Alert: শক্তি আরও বাড়াবে সাইক্লোন, শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কায়

Last Updated:

Cyclone Dana Alert: শুক্রবার রাত থেকে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা! চিন্তায় নদীঘেঁষা গ্রামের বাসিন্দাদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: আবার ধেয়ে আসছে সাইক্লোন ‘ দানা’। আবহাওয়া দফতরের বার্তার দিকেই তাকিয়ে আছেন বীরভূমের লাভপুরের বাসিন্দারা।ঠিক কত পরিমাণ বৃষ্টি হবে, কতটা বিপদের মধ্যে পড়তে হবে!আশঙ্কায় ঘুম উড়েছে কুয়ে নদী সংলগ্ন প্রায় ১৫টি গ্রাম।
লাভপুর 
লাভপুর 
advertisement

যদিও বীরভূম জেলা প্রশাসন ও লাভপুরের স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দূর্যোগ মোকাবিলায় সব রকম প্রস্তুতি শুরু হয়েছে।বিপর্যয় মোকাবিল টিম-সহ পঞ্চায়েত কর্মীদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে।

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

চলতি বছরের আগস্টের পর সেপ্টেম্বর এক মাসের ব্যবধানেই তিনটি বাঁধ ভেঙে বন্যা কবলিত ঠিবা অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম তার মধ্যে বলরামপুর, চতুর্ভুজপুর, কাঁদরকুলা, রামঘাঁটি, জয়চন্দ্রপুর, শীতলগ্রাম কার্যত বিধ্বস্ত।

advertisement

View More

পুজোর আগে থেকেই বৃষ্টির জল কমতেই লাভপুরে কুয়ে নদী স্বাভাবিক হতে শুরু করেছে। কিছুটা হলেও স্বস্তি মিলেছে নদীর তীরবর্তী স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যেই দ্রুততার সঙ্গে বস্তা ভরতিবালি, মাটি দিয়ে বাঁধ নির্মাণের কাজ চলছে।

আরও পড়ুন – Cyclone Dana Landfall: বিদ্যুতের তার সাইক্লোনে মারাত্মক হয়ে ওঠে, মরণ ফাঁদ না হয়ে ওঠে, জোরকদমে তৎপর প্রশাসন

advertisement

হাতে হাত লাগিয়ে কাজ করছে জেলা প্রশাসন, লাভপুর পঞ্চায়েত সমিতি, সেচ দফতর সহ স্থানীয় বাসিন্দারা। তবে উন্নত প্রযুক্তিতে স্থায়ীভাবে বাঁধ কবে নির্মাণ হবে। কবেই বা জল ঢোকা বন্ধ হবে গ্রামের পর গ্রামে সেই প্রশ্নের উত্তর খুঁজছে বিধ্বস্ত হওয়া গ্রামবাসীরা।

নতুন করে আবারও নিম্নচাপ ঘূর্ণিঝড়ে সংকেত ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে লাভপুরের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের।জেলা কৃষি দফতর সূত্রে জানা যায়, কুয়ে নদীর বাঁধ ভেঙে শুধু ঠিবা অঞ্চলেই কৃষি জমির ক্ষতির পরিমাণ প্রায় ১৩৯২ হেক্টর।আর লাভপুর ব্লকে কৃষি জমির ক্ষতির পরিমাণ প্রায় ২১৬৬ হেক্টর জমি। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ফসল বিমা-সহ যাবতীয় সুযোগ সুবিধার আবেদন জমা নেওয়া হয়েছে।শীঘ্রই ক্ষতিগ্রস্তরা সুবিধা পাবেন।

advertisement

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জলমগ্ন হওয়ায় কিছুটা হলেও স্থানীয় বাসিন্দারা সব হারিয়ে আবারও নতুনভাবে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছেন। এই সময় আবারও নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের কারণে লাভপুর জলমগ্ন হয়ে যায় উৎকণ্ঠায় সকলে।সবার একটাই প্রার্থনা বৃষ্টিপাত হলেও যেনস্বাভাবিক থাকে সবকিছু।

Souvik Roy

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Dana Alert: শক্তি আরও বাড়াবে সাইক্লোন, শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল